ভোট দিতে সাসারাম থেকে বৈশালীতে এলেন আরএলএম সুপ্রিমো উপেন্দ্র
বৈশালী, ৬ নভেম্বর (হি.স.): বৃহস্পতিবার সকাল ৭টা থেকে বিহারের প্রথম দফার ভোট শুরু হয়েছে। আর সেই ভোটে অংশ নিতে সাসারাম থেকে বৈশালীতে এলেন রাষ্ট্রীয় লোক মোর্চার (আরএলএম) এর জাতীয় সভাপতি উপেন্দ্র কুশওয়াহা। এদিন ভোট দেওয়ার পর তিনি বলেন, আমাদের প্
ভোট দিতে সাসারাম থেকে বৈশালীতে এলেন আরএলএম সুপ্রিমো উপেন্দ্র


বৈশালী, ৬ নভেম্বর (হি.স.): বৃহস্পতিবার সকাল ৭টা থেকে বিহারের প্রথম দফার ভোট শুরু হয়েছে। আর সেই ভোটে অংশ নিতে সাসারাম থেকে বৈশালীতে এলেন রাষ্ট্রীয় লোক মোর্চার (আরএলএম) এর জাতীয় সভাপতি উপেন্দ্র কুশওয়াহা।

এদিন ভোট দেওয়ার পর তিনি বলেন, আমাদের প্রধানমন্ত্রী বলেছেন, আগে ভোটদান, তারপর জলপান। অর্থাৎ ভোটের দিন আমাদের অন্য সমস্ত কাজ বাদ দিয়ে প্রথমে ভোট দেওয়া উচিত। তাই, আমরা ভোর ৩টের সময় সাসারাম থেকে বেরিয়ে ভোট দিতে বৈশালীতে এসেছি।

উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল ৭টা থেকে বিহারের ১৮টি জেলার ১২১টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে। ১,৩১৪ জন প্রার্থীর ভাগ্য ইভিএমে বন্দি হবে। এদিন ভোট চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। কোনও কোনও জায়গায় অবশ্য এক ঘণ্টা আগে, বিকেল ৫টাতেই ভোটগ্রহণ শেষ হবে। প্রথম দফার ভোটগ্রহণের তালিকায় রয়েছে— পাটনা, দ্বারভাঙ্গা, মাধেপুরা, সহরসা, মুজফফরপুর, গোপালগঞ্জ, সিওয়ান, সারণ, বৈশালী, সমস্তিপুর, বেগুসরাই, লখীসরাই, মুঙ্গের, শেখপুরা, নালন্দা, বক্সার এবং ভোজপুর জেলা।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande