
উদয়পুর (ত্রিপুরা), ৬ নভেম্বর (হি.স.) : রহস্যজনকভাবে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল এক মাঝবয়সী মহিলার। মৃতার নাম দীপ্তি দাস (৪৩)। জানা গেছে, তাঁর বাপেরবাড়ি আগরতলার প্রতাপগড়ে এবং স্বামীর বাড়ি উদয়পুরের রাজারবাগ এলাকায়। স্বামী শ্রীকৃষ্ণ দাস পেশায় ফার্মাসিস্ট এবং বর্তমানে গোমতী জেলা হাসপাতালে কর্মরত।
ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা নাকি অন্য কোন কারণে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। ঘটনায় আর কে পুর মহিলা থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে তদন্ত শুরু করেছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ