
পাটনা, ৬ নভেম্বর (হি.স.): বৃহস্পতিবার সকাল ৭টা থেকে বিহারে চলছে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ। বিহারের ১৮টি জেলার ১২১টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ হচ্ছে এদিন। ১,৩১৪ জন প্রার্থীর ভাগ্য ইভিএম-বন্দি হবে। এদিন বিহারে এনডিএ-র পুনরায় শাসন ক্ষমতায় ফেরা নিয়ে দৃঢ়তা প্রকাশ করলেন লোক জনশক্তি পার্টি (এলজেপি - রাম বিলাস)-এর সাংসদ শাম্ভবী চৌধুরী।
এলজেপি (রাম বিলাস)–এর সাংসদ শাম্ভবী চৌধুরী এদিন বলেন, এবার বুথে মহিলা ভোটারদের উপস্থিতি বেশি দেখা যাচ্ছে, বিশেষ করে গ্রামীণ এলাকায়। এটা পরিবর্তিত বিহারের একটি সুন্দর প্রতিফলন। এনডিএ সরকার পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফিরে আসবে বলে দৃঢ় আত্মবিশ্বাসের সঙ্গে বলেন তিনি।
শাম্ভবী এও বলেন, আজ সিদ্ধান্ত গ্রহণের দিন। আমি বিনীতভাবে সকলকে ভোট দেওয়ার জন্য অনুরোধ জানাই। আমাদের ভোট একটি সমৃদ্ধ, শক্তিশালী বিহারের জন্য, প্রতিশ্রুতিবদ্ধ এনডিএ সরকারের জন্য। আজ আমি বিহারের সমস্ত জনগণকে বিপুল সংখ্যায় ভোট দেওয়ার জন্য বিনীতভাবে আবেদন করছি। আপনি কাকে ভোট দেবেন তা গৌণ, কিন্তু আপনার ভোটাধিকার প্রয়োগ করা এবং আপনি যার আদর্শকে সমর্থন করেন সেই প্রার্থীর জয় নিশ্চিত করা অপরিহার্য।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ