
ধর্মনগর (ত্রিপুরা), ৬ নভেম্বর (হি.স.) : আবারও মাদক বিরোধী অভিযানে বড় সাফল্য পেল উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর থানার পুলিশ। বুধবার গভীর রাতে ধর্মনগর–কৈলাসহর সড়কের আনন্দবাজার নাকা পয়েন্টে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট এবং নগদ অর্থ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, সন্দেহজনকভাবে চলা একটি মোটরবাইক আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে বাইক থেকে ১০টি প্যাকেটে মোট ২,০০০টি নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ৩ লক্ষ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই দুই যুবককে আটক করে পুলিশ। ধৃতদের নাম ছুনর আলি এবং ফজর আলি, দুজনেরই বাড়ি কৈলাসহরের ইরানি এলাকায়।
ধর্মনগর থানার অফিসার-ইন-চার্জ মিনা দেববর্মা জানান, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলির আনুমানিক কালোবাজারি মূল্য প্রায় ৩ লক্ষ টাকা। তিনি আরও বলেন, ধৃতদের বিরুদ্ধে মাদক পাচার আইনে মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। পুলিশের এই অভিযানকে স্থানীয় মহল সাধুবাদ জানিয়েছে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ