রবি ফসল কর্মসূচি নিয়ে পশ্চিম ত্রিপুরায় পর্যালোচনা সভা
আগরতলা, ৬ নভেম্বর (হি.স.) : কৃষি ও কৃষক কল্যাণ দফতরের উদ্যোগে বৃহস্পতিবার এডি নগরের রাজ্য কৃষি ও গবেষণা কেন্দ্রের কনফারেন্স হলে “রবি ফসল কর্মসূচি” নিয়ে একটি জেলা পর্যায়ের পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় পশ্চিম ত্রিপুরা জেলার সর্বত্র রবি মৌসুম
পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত


আগরতলা, ৬ নভেম্বর (হি.স.) : কৃষি ও কৃষক কল্যাণ দফতরের উদ্যোগে বৃহস্পতিবার এডি নগরের রাজ্য কৃষি ও গবেষণা কেন্দ্রের কনফারেন্স হলে “রবি ফসল কর্মসূচি” নিয়ে একটি জেলা পর্যায়ের পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় পশ্চিম ত্রিপুরা জেলার সর্বত্র রবি মৌসুমে কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষি চর্চা নিশ্চিত করার লক্ষ্যে নানা কৌশলগত পরিকল্পনা এবং বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় সভাপতিত্ব করেন পশ্চিম ত্রিপুরা জেলার ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল। উপস্থিত ছিলেন কৃষি ও উদ্যানপালন দফতরের আধিকারিক, বিভিন্ন পঞ্চায়েত প্রতিনিধিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সভায় বক্তব্য রাখতে গিয়ে বিশ্বজিৎ শীল জানান, কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রতনলাল নাথের নির্দেশ অনুসারে এই পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। তিনি বলেন, “রবি মৌসুমে জেলার কোনও চাষযোগ্য জমি যেন অব্যবহৃত না থাকে—এই বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, “রবি মৌসুম শুরু হওয়ার আগে অকেজো কৃষিযন্ত্রগুলি মেরামত করা এবং সেচব্যবস্থা শক্তিশালী করে জলের অভাবে ফসলের ক্ষতি রোধ করতে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি মাটির মান ব্যবস্থাপনা নিশ্চিত করাও অত্যন্ত জরুরি।”

সভায় রাসায়নিকভিত্তিক কৃষির তুলনায় প্রাকৃতিক কৃষির সুবিধা ও গুরুত্ব তুলে ধরা হয়। কৃষকদের প্রাকৃতিক কৃষি পদ্ধতি গ্রহণে উৎসাহিত করা হয়, যা তুলনামূলকভাবে সাশ্রয়ী এবং স্বাস্থ্যসম্মত উৎপাদন নিশ্চিত করে।

বিশ্বজিৎ শীল আরও বলেন, “সরকার এবং কৃষি দফতর কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে কাজ করছে। এর জন্য উৎপাদনশীলতা বৃদ্ধি ও সম্পদের দক্ষ ব্যবহার নিশ্চিত করতে হবে।”

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande