
গণ্ডাছড়া (ত্রিপুরা), ৬ নভেম্বর (হি.স.) : আসন্ন টিটিএএডিসি সাধারণ নির্বাচন ও ভিলেজ কমিটি নির্বাচনের প্রেক্ষাপটে সক্রিয় হয়ে উঠেছে বিভিন্ন রাজনৈতিক দল। এই প্রেক্ষিতে রাজ্যের নানা সমস্যা ও জনদুর্ভোগকে কেন্দ্র করে ধলাই জেলা কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার চার ঘন্টার গণ-অবস্থান কর্মসূচি পালিত হয় গণ্ডাছড়া মহকুমার তাহশিল মাঠে।
বেলা এগারোটা থেকে শুরু হওয়া এই গণ-অবস্থানে উপস্থিত ছিলেন রাইমাভ্যালির কংগ্রেস নেতা রঞ্জিত ত্রিপুরা, ব্লক যুব কংগ্রেস সভাপতি বাদল সরকার সহ জেলা কংগ্রেসের একাধিক নেতা-নেত্রী।
নেতৃত্বরা সাত দফা দাবির সমর্থনে বক্তব্য রাখেন। দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য — নেশা কারবারিদের চিহ্নিত করে গ্রেফতার করা, রাজ্য পুলিশ প্রশাসনকে পূর্ণ ক্ষমতা প্রদান, রাজ্যের নারীদের উপর চলমান নির্যাতন বন্ধ করা, বেকারদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, দুর্নীতি দমন ও গ্রামীণ উন্নয়নে বিশেষ উদ্যোগ গ্রহণ করা।
কংগ্রেস নেতৃত্বের অভিযোগ, বর্তমানে রাজ্যে প্রশাসনিক ব্যর্থতার কারণে নেশার বিস্তার, নারী নির্যাতন ও বেকারত্ব ভয়াবহ আকার ধারণ করেছে। তাই জনগণের স্বার্থে অবিলম্বে সরকারকে এই দাবিগুলি বাস্তবায়নের আহ্বান জানানো হয়।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ