
কলকাতা, ৬ নভেম্বর (হি.স.) : এখনও বিএলএ অর্থাৎ বুথ লেভল এজেন্ট নিয়ে সঙ্কটে ভুগছে রাজনৈতিক দলগুলো। রাজ্যজুড়ে চলছে এসআইআর। বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন আবেদনপত্র বিলি করছেন বিএলও-রা। তাঁদের সাহায্য করছেন বিভিন্ন দলের বিএলএ। বুধবার পর্যন্ত কোন দল কত বিএলএ নিয়োগ করল, নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে সেই তথ্য।
কমিশনের দেওয়া হিসাব অনুযায়ী, বিএলএ নিয়োগের হিসাবে এগিয়ে বিজেপি। তারা ৩৫ হাজার ৬৫১ জন বিএলএ দিয়েছে। তৃণমূল দিয়েছে ২৭ হাজার ৭৪৪ জন। সিপিএম দিয়েছে ২৭ হাজার ৩৯২। এছাড়া ফরওয়ার্ড ব্লক ১ হাজার ৯১ জন বিএলএ দিয়েছে। আম আদমি পার্টি, ন্যাশনাল পিপলস পার্টি একজন বিএলএ দেয়নি। ফলে একা একাই বিএলও-রা কাজ করেন। যদিও বিজেপি তুলনামূলকভাবে বেশি বিএলএ দিতে পেরেছে উত্তরবঙ্গে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের নানা জেলায় তুলনামূলক কম বিজেপি-র বিএলএ।
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত