(আপডেট)মথুরায় যমুনা এক্সপ্রেসওয়েতে পথ দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৩, আহত ৭০
মথুরা, ১৬ ডিসেম্বর (হি. স.): মঙ্গলবার ভোরে ঘন কুয়াশার কারণে দিল্লি-আগ্রা যমুনা এক্সপ্রেসওয়ের মথুরা অংশে ৬টি বাস, ১টি রোডওয়েজ বাস এবং ৪টি গাড়ির মধ্যে সংঘর্ষ হয়। এই ভয়াবহ ঘটনায় এখনও পর্যন্ত ১৩ জনের মৃত্যু হয়েছে এবং ৭০ জনের বেশি যাত্রী গুরুতরভ
(আপডেট)মথুরায় যমুনা এক্সপ্রেসওয়েতে পথ দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৩, আহত ৭০


মথুরা, ১৬ ডিসেম্বর (হি. স.): মঙ্গলবার ভোরে ঘন কুয়াশার কারণে দিল্লি-আগ্রা যমুনা এক্সপ্রেসওয়ের মথুরা অংশে ৬টি বাস, ১টি রোডওয়েজ বাস এবং ৪টি গাড়ির মধ্যে সংঘর্ষ হয়। এই ভয়াবহ ঘটনায় এখনও পর্যন্ত ১৩ জনের মৃত্যু হয়েছে এবং ৭০ জনের বেশি যাত্রী গুরুতরভাবে আহত হয়েছেন । সাতটি বাস ও চারটি ছোট গাড়ির মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের পর আগুন ধরে যায়। আহতদের মথুরা ও বৃন্দাবনের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, যমুনা এক্সপ্রেসওয়ের মাইলস্টোন নম্বর ১২৭-এর কাছে ভোরবেলা কম দৃশ্যমানতার কারণে প্রথমে একটি রোডওয়েজ বাস দুর্ঘটনার কবলে পড়ে। এরপর একে একে আরও ছয়টি বাস ও চারটি ছোট গাড়ি একে অপরের সঙ্গে ধাক্কা খায়। সংঘর্ষের পর একাধিক গাড়িতে আগুন ধরে যায়, যার ফলে বহু যাত্রী জীবন্ত পুড়ে মারা যান।

খবর পেয়ে দমকল ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। প্রায় ২০টি অ্যাম্বুলেন্সের মাধ্যমে দগ্ধ ও আহতদের হাসপাতালে পাঠানো হয়।আগুনে দগ্ধ মৃতদের পরিচয় শনাক্তে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলা ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেট তদন্তের নির্দেশ দিয়েছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, মৃতদের শনাক্তকরণের জন্য ডিএনএ পরীক্ষা ছাড়া অন্য কোনও উপায় নেই। ময়নাতদন্তের জন্য চিকিৎসকদের একটি বিশেষ দল গঠন করা হয়েছে। জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকরা হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে কথা বলেন। এরই মধ্যে প্রশাসনের তরফে আহতদের একটি প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়েছে।

এই দুর্ঘটনায় উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ গভীর শোকপ্রকাশ করেছেন। তিনি মৃতদের পরিবারকে দু’লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার ঘোষণা করেছেন। পাশাপাশি আধিকারিকদের দ্রুত উদ্ধার ও ত্রাণকাজ জোরদার করার নির্দেশ দেন।

এদিকে, দুর্ঘটনার পর যমুনা এক্সপ্রেসওয়েতে আগ্রা জেলার খন্দৌলি টোল প্লাজার কাছে প্রায় তিন থেকে চার কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়, যার ফলে যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয়।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তর প্রদেশের মথুরায় যমুনা এক্সপ্রেসওয়েতে পথ দু্র্ঘটনায় প্রাণহানির খবরে গভীর শোকপ্রকাশ করেছেন। এই দুর্ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি।

দুর্ঘটনায় নিহতদের নিকটাত্মীয়কে প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে এককালীন ২ লক্ষ টাকা আর্থিক সহায়তার ঘোষণা করেছেন মোদী। আহতরা পাবেন ৫০,০০০ টাকা।

প্রধানমন্ত্রী সমাজ মাধ্যমে দেওয়া এক বার্তায় বলেন,“উত্তর প্রদেশের মথুরায় যমুনা এক্সপ্রেসওয়েতে পথ দুর্ঘটনায় প্রাণহানি অত্যন্ত বেদনাদায়ক। স্বজনহারাদের প্রতি সমবেদনা জানাই। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande