
নয়াদিল্লি, ১৬ ডিসেম্বর (হি.স.): লোকসভায় বারবার স্থগিত প্রস্তাব জমা দেওয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন লোকসভা অধ্যক্ষ ওম বিড়লা। মঙ্গলবার প্রশ্নোত্তর পর্বের পর তিনি স্পষ্ট করে বলেন, স্থগিত প্রস্তাব শুধুমাত্র তাৎক্ষণিক ও অত্যন্ত গুরুতর জাতীয় গুরুত্বের বিষয়েই আনা উচিত।
অধ্যক্ষ বিভিন্ন সদস্যের নাম উল্লেখ করে জানান, তাঁদের জমা দেওয়া স্থগিত প্রস্তাবগুলি গ্রহণ করা হয়নি। এ প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, কিছু সদস্য নিয়মিতভাবে প্রতিদিন স্থগিত প্রস্তাব জমা দেন, শুধুমাত্র তাঁদের নাম যেন সংসদে উচ্চারিত হয় সেই উদ্দেশ্যে। এই প্রবণতা গ্রহণযোগ্য নয়।
অধ্যক্ষ ওম বিড়লা আরও বলেন, স্থগিত প্রস্তাব সংসদের একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া এবং এর অপব্যবহার হলে তা সংসদীয় শৃঙ্খলার পরিপন্থী। ভবিষ্যতে এ ধরনের আচরণ চলতে থাকলে সংশ্লিষ্ট সদস্যদের নাম আর উল্লেখ করা হবে না বলেও তিনি সতর্ক করেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য