
নয়াদিল্লি, ১৬ ডিসেম্বর (হি.স.) : উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলির জন্য সহজ ও সমন্বিত নিয়ন্ত্রক কাঠামো গড়ে তুলতে প্রস্তাবিত ‘বিকশিত ভারত শিক্ষা অধিষ্ঠান বিল, ২০২৫’ লোকসভায় আলোচনার পর সংসদের যৌথ কমিটিতে পাঠানো হয়েছে। মঙ্গলবার কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বিলটি যৌথ কমিটিতে পাঠানোর প্রস্তাব উত্থাপন করলে তা ধ্বনিমতের মাধ্যমে গৃহীত হয়।
২১ সদস্যের এই যৌথ কমিটিতে লোকসভার ১১ জন ও রাজ্যসভার ১০ জন সাংসদ থাকবেন। কমিটির সদস্য মনোনয়ন করবেন লোকসভার অধ্যক্ষ ও রাজ্যসভার চেয়ারম্যান।
বিল অনুযায়ী, তিনটি পৃথক কাউন্সিলের সঙ্গে একটি শীর্ষ সংস্থা হিসেবে ‘বিকশিত ভারত শিক্ষা অধিষ্ঠান’ গঠনের প্রস্তাব রয়েছে। এই সংস্থা উচ্চশিক্ষায় মান নির্ধারণ, নিয়ন্ত্রণের সমন্বয়, স্বায়ত্তশাসন ও স্বচ্ছ স্বীকৃতি ব্যবস্থাকে উৎসাহিত করবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিকে স্বশাসিত ও আত্মনির্ভরশীল প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলাই বিলের মূল উদ্দেশ্য।
প্রস্তাবিত আইনের মাধ্যমে বিশ্ববিদ্যালয় অনুদান কমিশন আইন, ১৯৫৬; অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন আইন, ১৯৮৭ এবং ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন আইন, ১৯৯৩ বাতিল করার কথাও বলা হয়েছে।
নিয়ন্ত্রক কাউন্সিল মানদণ্ড রক্ষার তদারকি করবে, গুণগত মান কাউন্সিল স্বীকৃতি ব্যবস্থার দেখভাল করবে এবং মান নির্ধারণ কাউন্সিল শিক্ষাগত মান স্থির করবে। বিলটি উচ্চশিক্ষায় গুণগত উৎকর্ষ, গবেষণা ও উদ্ভাবনে নতুন দিশা দেবে বলে সরকারের দাবি।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য