বিজয় দিবসে বীর সেনানীদের শ্রদ্ধা নিবেদন রাষ্ট্রপতির
নয়াদিল্লি, ১৬ ডিসেম্বর (হি.স.): স্বর্ণিম বিজয় দিবস উপলক্ষ্যে বীর সেনানীদের শ্রদ্ধার্ঘ্য অর্পণ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এদিন ভারত মাতার বীর সেনানীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন রাষ্ট্রপতি। এক্স মাধ্যমে এক বার্তায় রাষ্ট্রপতি জানান, বীর স
রাষ্ট্রপতি


নয়াদিল্লি, ১৬ ডিসেম্বর (হি.স.): স্বর্ণিম বিজয় দিবস উপলক্ষ্যে বীর সেনানীদের শ্রদ্ধার্ঘ্য অর্পণ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এদিন ভারত মাতার বীর সেনানীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন রাষ্ট্রপতি। এক্স মাধ্যমে এক বার্তায় রাষ্ট্রপতি জানান, বীর সেনানীদের সাহস, বীরত্ব এবং মাতৃভূমির প্রতি অটল নিষ্ঠা সর্বদা দেশকে গর্বিত করেছে।

রাষ্ট্রপতি আরও জানান, তাঁদের সাহসিকতা এবং দেশপ্রেম দেশবাসীকে অনুপ্রাণিত করে চলবে। সমস্ত সেনা জওয়ান ও তাঁদের পরিবারের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি।

উল্লেখ্য, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর মুক্তিবাহিনী এবং ভারতীয় সেনার কাছে আত্মসমর্পণ করে পাকিস্তানী হানাদার বাহিনী। জন্ম হয় স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশের। পাকিস্তানের বিরুদ্ধে মুক্তিবাহিনীর সঙ্গে ভারতীয় সশস্ত্র বাহিনীর বিজয়ের স্মরণে ১৬ ডিসেম্বর দিনটি ‘বিজয় দিবস’ হিসেবে পালিত হয়। ভারতীয় সেনা প্রতি বছরের মতো এবারও যথাযথ মর্যাদায় বিজয় দিবস উদযাপন করছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande