
নয়াদিল্লি, ১৬ ডিসেম্বর (হি.স.): উত্তর প্রদেশের মথুরায় যমুনা এক্সপ্রেসওয়েতে সংঘটিত ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণহানি ও আহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সঙ্গে তিনি নিহত ও আহতদের জন্য আর্থিক সহায়তার ঘোষণাও করেছেন।
প্রধানমন্ত্রী সমাজ মাধ্যমে দেওয়া এক বার্তায় বলেন, যমুনা এক্সপ্রেসওয়ের দুর্ঘটনায় মানুষের প্রাণহানি অত্যন্ত দুঃখজনক। যারা আপনজন হারিয়েছেন, তাঁদের পরিবারের প্রতি তাঁর গভীর সমবেদনা রইল। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি।
প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন, প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে প্রত্যেক নিহতের পরিবারকে ২ লক্ষ টাকা করে অনুদান দেওয়া হবে। পাশাপাশি আহত প্রত্যেককে ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে।
উল্লেখ্য, মঙ্গলবার ভোরে ঘন কুয়াশার কারণে দিল্লি-আগ্রা যমুনা এক্সপ্রেসওয়ের মথুরা অংশে সাতটি বাস ও তিনটি গাড়ির মধ্যে সংঘর্ষ ঘটে। সংঘর্ষের পর একাধিক যানবাহনে আগুন লেগে যায়। দুর্ঘটনায় ছয় জনের মৃত্যু হয়েছে এবং ২৫ জনের বেশি মানুষ গুরুতরভাবে আহত হয়েছেন। দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার পর এক্সপ্রেসওয়ের সংশ্লিষ্ট অংশে সাময়িকভাবে যান চলাচল বন্ধ রাখা হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য