
নয়াদিল্লি, ১৬ ডিসেম্বর (হি. স.): তামিলনাড়ুর বহুচর্চিত রামালিঙ্গম হত্যা মামলায় জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) নিষিদ্ধ পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া (পিএফআই)-র সঙ্গে যুক্ত শেষ পলাতক ও ৫ লক্ষ টাকার পুরস্কারপ্রাপ্ত অভিযুক্ত মহম্মদ আলি জিন্না এবং তার এক সহযোগীকে গ্রেফতার করেছে।
মঙ্গলবার সংস্থার তরফে জানানো হয়েছে, তামিলনাড়ুর তঞ্জাভুর জেলার বাসিন্দা জিন্নাকে এই মামলায় পলাতক ঘোষণা করা হয়েছিল। তাকে ধরিয়ে দেওয়ার জন্য ৫ লক্ষ টাকা পুরস্কার ঘোষণাও করা হয়। অভিযোগ, ২০১৯ সালের ৫ ফেব্রুয়ারি তঞ্জাভুরে রামালিঙ্গম হত্যার ষড়যন্ত্রে মূল ভূমিকা নিয়েছিল জিন্না এবং হত্যাকাণ্ডে অন্যান্য অভিযুক্তদের সহায়তা করেছিল। এই হত্যার পিছনে নিষিদ্ধ পিএফআই সদস্যদের হাত রয়েছে বলে এনআইএ-র তদন্তে উঠে এসেছে।
এনআইএ-র তদন্তে জানা গেছে, জিন্না তঞ্জাভুর জেলায় পিএফআই-এর প্রাক্তন জেলা সভাপতি ছিল এবং এই নৃশংস হত্যাকাণ্ডের পরিকল্পনায় সে কেন্দ্রীয় ভূমিকা পালন করেছিল। তামিলনাড়ু পুলিশের এটিএস-এর কাছ থেকে পাওয়া গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। একই অভিযানে এনআইএ আসমাথ নামে এক ব্যক্তিকেও গ্রেফতার করেছে, যিনি অভিযুক্তদের পলাতক থাকতে সহায়তা করছিলেন।
উল্লেখযোগ্যভাবে, এর কয়েক দিন আগেই এনআইএ এই মামলায় আরও দুই পলাতক অভিযুক্ত এবং তিন সহযোগীকে গ্রেফতার করেছিল।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য