
নয়াদিল্লি, ১৭ ডিসেম্বর (হি.স.): সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ভারত বিদ্বেষ চরমে পৌঁছেছে। শুধু তাই নয়, বুধবার বিকেলে ঢাকায় অবস্থতি ভারতীয় হাই কমিশন অভিযানের (মার্চ টু হাইকমিশন) ডাক দিয়েছে তথাকথিত ‘জুলাই যোদ্ধা’রা। বাংলাদেশে এহেন পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করল ভারত। বুধবার দুপুরে নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে বিদেশ মন্ত্রকে ডেকে পাঠানো হয়। সেইসঙ্গে কড়া ভাষায় কূটনৈতিক প্রতিবাদ জানিয়েছে নয়াদিল্লি।
নিরাপত্তা নিয়ে উদ্বেগের প্রেক্ষিতে ঢাকায় অবস্থিত ভিসা আবেদন কেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারত। স্থানীয় সময় বুধবার, দুপুর দু’টো থেকে রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র বন্ধ থাকবে বলে সরকারি এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে বুধবার বিদেশ মন্ত্রকে তলব করা হয়েছে। বাংলাদেশের অবনতিশীল নিরাপত্তার বিষয়ে ভারতের তীব্র উদ্বেগের কথা অবহিত করা হয়েছে। বিশেষ করে, কিছু উগ্রপন্থী উপাদানের কার্যকলাপের প্রতি তাঁর দৃষ্টি আকর্ষণ করা হয়েছে, যারা ঢাকায় ভারতীয় মিশনের আশেপাশে নিরাপত্তা বিঘ্নিত করার পরিকল্পনা ঘোষণা করেছে।
বিদেশ মন্ত্রক আরও জানিয়েছে, বাংলাদেশের সাম্প্রতিক কিছু ঘটনা সম্পর্কে উগ্রপন্থী উপাদান দ্বারা তৈরি করা মিথ্যা বর্ণনা ভারত সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করে। দুর্ভাগ্যজনক যে অন্তর্বর্তীকালীন সরকার ঘটনাগুলির বিষয়ে কোনও পুঙ্খানুপুঙ্খ তদন্ত পরিচালনা করেনি বা ভারতের সঙ্গে অর্থপূর্ণ প্রমাণ ভাগ করে নেয়নি।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ