ডলারের সাপেক্ষে কিছুটা ঘুরে দাঁড়াল টাকার দাম
মুম্বই, ১৭ ডিসেম্বর (হি.স.): মঙ্গলবার তলানিতে নামার পরে বুধবার লেনদেনের মাঝে ডলারের সাপেক্ষে কিছুটা ঘুরে দাঁড়াল টাকার দাম। এ দিন সকালে টাকার দরে বিপুল অস্থিরতা দেখা গিয়েছিল। ৯১ টাকা থেকে নেমে এসে দুপুরে এক সময়ে ডলার নামে ৯০.৩০ টাকায়। সংশ্লিষ্ট মহলে
ভারতীয় মুদ্রা ও ডলারের দাম


মুম্বই, ১৭ ডিসেম্বর (হি.স.): মঙ্গলবার তলানিতে নামার পরে বুধবার লেনদেনের মাঝে ডলারের সাপেক্ষে কিছুটা ঘুরে দাঁড়াল টাকার দাম। এ দিন সকালে টাকার দরে বিপুল অস্থিরতা দেখা গিয়েছিল। ৯১ টাকা থেকে নেমে এসে দুপুরে এক সময়ে ডলার নামে ৯০.৩০ টাকায়। সংশ্লিষ্ট মহলের মতে, বিশ্ব বাজারে অশোধিত তেলের (ব্রেন্ট ক্রুড) দাম ব্যারেলে ৫৯ ডলারের ঘরে নামা শক্তি জুগিয়েছে টাকাকে। তার উপরে ভারতীয় মুদ্রার টানা পতনে তৈরি হওয়া কাঁপুনি রুখতে রিজার্ভ ব্যাঙ্ক হস্তক্ষেপ করেছে বলে মনে করা হচ্ছে। সেটাও তাকে ঘুরে দাঁড়াতে সাহায্য করেছে। তবে এখনও ভারতের শেয়ার বাজার থেকে পুঁজি তুলছে বিদেশি লগ্নিকারী সংস্থাগুলি। যা আগামী দিনেও টাকার দামকে দোলাচলে রাখবে বলে ধারণা বিশেষজ্ঞদের।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande