
নয়াদিল্লি, ১৭ ডিসেম্বর (হি.স.): ন্যাশনাল হেরাল্ড মামলা প্রসঙ্গে গান্ধী পরিবারের তীব্র সমালোচনা করলেন বিজেপির জাতীয় মুখপাত্র গৌরব ভাটিয়া। তিনি বলেন, রাজনীতিতে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত হল গান্ধী পরিবার। বুধবার এক সাংবাদিক সম্মেলনে গৌরব বলেন, সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধী এই মামলায় অভিযুক্ত এবং জামিনে আছেন। এটা বললে ভুল হবে না যে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত পরিবার হল এই ভুয়ো গান্ধী পরিবার।
উল্লেখ্য, দিল্লির একটি আদালত কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপার্সন সোনিয়া গান্ধী, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী সহ আরও কয়েকজনের বিরুদ্ধে ন্যাশনাল হেরাল্ড কাণ্ডে ইডি-র করা অর্থ তছরুপের মামলা গ্রহণের আর্জি খারিজ করে দিয়েছে। তবে, আদালত কেন্দ্রীয় সংস্থাকে তদন্ত চালিয়ে যেতে বলেছে।
এদিকে, ইডি আদালতের এই আদেশের বিরুদ্ধে আবেদন জানাবে বলে জানিয়েছে। রাউস অ্যাভিনিউ আদালতের বিশেষ বিচারপতি বিশাল গগ্নে বলেছেন, ইডির দায়ের করা এই মামলায় অর্থ তছরূপ রোধ আইন প্রযোজ্য নয়।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ