
নয়াদিল্লি, ১৭ ডিসেম্বর (হি.স.): অপারেশন সিঁদুর প্রসঙ্গে কংগ্রেস নেতা পৃথ্বীরাজ চাভানের বিতর্কিত মন্তব্যের তীব্র সমালোচনা করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা গিরিরাজ সিং। তাঁর কথায়, সশস্ত্র বাহিনীকে অপমান করা কংগ্রেসের অভ্যাস। কংগ্রেস নেতা পৃথ্বীরাজ বলেছেন, অপারেশন সিঁদুরের প্রথম দিনেই ভারত পরাজিত হয়েছিল।
এ প্রসঙ্গে বুধবার গিরিরাজ সিং বলেন, সশস্ত্র বাহিনীর বীরত্বকে অপমান করার অধিকার কারও নেই। যারা তা করে তারা কখনই দেশের স্বার্থের কথা ভাবতে পারে না। সশস্ত্র বাহিনীর অপমান করা কংগ্রেসের অভ্যাসে পরিণত হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ