অতীতে আটকে থাকলে বিশ্ব এগিয়ে যেতে পারবে না : প্রধানমন্ত্রী
আদ্দিস আবাবা ও নয়াদিল্লি, ১৭ ডিসেম্বর (হি.স.): অতীতে আটকে থাকলে বিশ্ব এগিয়ে যেতে পারবে না, বুধনার ইথিওপিয়ার সংসদের যৌথ অধিবেশনে এই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, আমার সরকারের ১১ বছরে, ভারত ও আফ্রিকার মধ্যে সংযোগ বহুগুণ বৃ
প্রধানমন্ত্রী


আদ্দিস আবাবা ও নয়াদিল্লি, ১৭ ডিসেম্বর (হি.স.): অতীতে আটকে থাকলে বিশ্ব এগিয়ে যেতে পারবে না, বুধনার ইথিওপিয়ার সংসদের যৌথ অধিবেশনে এই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, আমার সরকারের ১১ বছরে, ভারত ও আফ্রিকার মধ্যে সংযোগ বহুগুণ বৃদ্ধি পেয়েছে। প্রধানমন্ত্রী মোদী এদিন ইথিওপিয়ার সংসদের যৌথ অধিবেশনে ভাষণ দেন। এটি হল বিশ্বের ১৮-তম সংসদ, যেখানে প্রধানমন্ত্রী মোদী ভাষণ দেন।

প্রধানমন্ত্রী মোদী বলেন, ভারতের জাতীয় স্তোত্র 'বন্দে মাতরম' এবং ইথিওপিয়ার জাতীয় সঙ্গীত, উভয়ই আমাদের ভূমিকে মা হিসেবে উল্লেখ করে। উভয়ই আমাদের ঐতিহ্য, সংস্কৃতি, সৌন্দর্যের প্রতি গর্ব করতে এবং মাতৃভূমিকে রক্ষা করতে অনুপ্রাণিত করে। ইথিওপিয়ার সংসদে বক্তব্য রাখার সময় প্রধানমন্ত্রী মোদী বলেন, আপনাদের সংসদ, এই দেশের জনগণ এবং আপনাদের গণতান্ত্রিক যাত্রার প্রতি আমি গভীর শ্রদ্ধা নিয়ে আপনাদের কাছে এসেছি। ভারতের ১৪০ কোটি জনগণের পক্ষ থেকে, আমি বন্ধুত্ব, সদিচ্ছা এবং ভ্রাতৃত্বের শুভেচ্ছা নিয়ে এসেছি।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande