মনরেগার নাম পরিবর্তনে প্রতিবাদ বিরোধীদের, কেন্দ্রকে তোপ ইকরার
নয়াদিল্লি, ১৭ ডিসেম্বর (হি.স.): মনরেগার নাম বদল ইস্যুতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সুর চড়ালেন বিরোধীরা। বুধবার সংসদ চত্বরে ধর্ণা দেন কংগ্রেস-সহ বিভিন্ন দলের সাংসদরা। উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা কে সি বেণুগোপাল, শশী থারুর প্রমুখ। কেন্দ্রীয় সরকারের বি
মনরেগার নাম পরিবর্তনে প্রতিবাদ বিরোধীদের, কেন্দ্রকে তোপ ইকরার


নয়াদিল্লি, ১৭ ডিসেম্বর (হি.স.): মনরেগার নাম বদল ইস্যুতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সুর চড়ালেন বিরোধীরা। বুধবার সংসদ চত্বরে ধর্ণা দেন কংগ্রেস-সহ বিভিন্ন দলের সাংসদরা। উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা কে সি বেণুগোপাল, শশী থারুর প্রমুখ। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে স্লোগান দেন তাঁরা।

সমাজবাদী পার্টির সাংসদ ইকরা হাসান বলেন, দেশ মহাত্মা গান্ধীর নীতির উপর চলে। এখন মনরেগা থেকে তাঁর নাম মুছে ফেলা হচ্ছে। এই দেশ মহাত্মা গান্ধীর ছিল এবং থাকবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande