
নয়াদিল্লি, ১৭ ডিসেম্বর (হি.স.): দিল্লির একটি আদালত কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপার্সন সোনিয়া গান্ধী, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী-সহ আরও কয়েকজনের বিরুদ্ধে ন্যাশনাল হেরাল্ড মামলায় ইডি-র করা অর্থ তছরুপের মামলা গ্রহণের আর্জি খারিজ করে দিয়েছে। আদালতের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ এনেছেন।
ন্যাশনাল হেরাল্ড মামলা সম্পর্কে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বুধবার এক সাংবাদিক সম্মেলনে বলেছেন, তাঁরা (বিজেপি) রাজনৈতিক প্রতিহিংসার জন্য এটি করছে। এই মামলাটি কেবল গান্ধী পরিবারকে ঝামেলায় ফেলার জন্য। এই মামলায় কোনও এফআইআর নেই। আমাদের স্লোগান 'সত্যমেব জয়তে' এবং আমরা মামলার রায়কে স্বাগত জানাই।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ