
সাম্বা, ১৭ ডিসেম্বর (হি.স.) : জম্মু ও কাশ্মীরের সাম্বা জেলার মানসর সংলগ্ন একটি গ্রামে বুধবার সন্দেহজনক কয়েকজন ব্যক্তির গতিবিধি নজরে আসায় চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় বাসিন্দারা বিষয়টি দ্রুত পুলিশকে জানালে পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রাম ও আশপাশের এলাকায় তিনজন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। এলাকা ঘেরাও করে মানসর ও সংলগ্ন এলাকায় পুলিশ ও অন্যান্য নিরাপত্তা বাহিনীকে নিয়ে যৌথভাবে তল্লাশি অভিযান করা হয়। গোটা পরিস্থিতির উপর কড়া নজরদারি চালানো হচ্ছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য