মা ক্যান্টিন পরিদর্শনে মুখ্যমন্ত্রী
কলকাতা, ১৭ ডিসেম্বর (হি.স.): রাজ্য সরকার পরিচালিত মা ক্যান্টিন ঘুরে দেখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সকালে এসএসকেএম হাসপাতালের মা ক্যান্টিনে গিয়ে কর্মী ও সাধারণ মানুষের কাছে খোঁজখবর নেন। আর্থিক ভাবে দুর্বল মানুষের জন্য এই ক্যান্টিন চ
মা ক্যান্টিন পরিদর্শনে মুখ্যমন্ত্রী


কলকাতা, ১৭ ডিসেম্বর (হি.স.): রাজ্য সরকার পরিচালিত মা ক্যান্টিন ঘুরে দেখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সকালে এসএসকেএম হাসপাতালের মা ক্যান্টিনে গিয়ে কর্মী ও সাধারণ মানুষের কাছে খোঁজখবর নেন। আর্থিক ভাবে দুর্বল মানুষের জন্য এই ক্যান্টিন চালু করেছিল তৃণমূল সরকার। কলকাতা-সহ রাজ্যের একাধিক জায়গায় এই ক্যান্টিনের সুবিধা পান বহু মানুষ। সরকারি হাসপাতালেও রোগী ও রোগীর পরিবারের লোকজন এই সুবিধা পান।

এই ঘটনার কথা সমাজ মাধ্যমে পোস্ট করা হয়েছে তৃণমূলের তরফে। সেখানে লেখা হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই মানুষের মুখ্যমন্ত্রী, মানুষের সুখ-দুঃখের সাথী। গরিব মানুষের মুখে অন্ন তুলে দিতে তিনি চালু করেছিলেন 'মা ক্যান্টিন'। আজ হঠাৎই কলকাতার এক মা ক্যান্টিনে হাজির হলেন তিনি, নিজের হাতে ক্ষুধার্ত মানুষের হাতে তুলে দিলেন অন্ন। তাঁকে কাছে পেয়ে দারুণ খুশি আগত মানুষজন, প্রাণ ভরে আশীর্বাদ করলেন অশীতিপর বৃদ্ধ-বৃদ্ধারা।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande