
রাজগঞ্জ, ১৭ ডিসেম্বর (হি. স.) : জলপাইগুড়ির রাজগঞ্জের শিকারপুর চা বাগানে খাঁচাবন্দি হল একটি চিতাবাঘ। পাঁচদিনে বেশ কয়েকটি গবাদিপশু শিকার করে অবশেষে খাচাবন্দি হল চিতাবাঘটি।
জানা গিয়েছে, গত কয়েক সপ্তাহ ধরে এলাকায় চিতাবাঘের আতঙ্কে দিন কাটছিল সেখানকার বাসিন্দাদের। গত ১২ ডিসেম্বর চিতাবাঘের আক্রমণে একটি ছাগল মারা যায়। পরপর এমন ঘটনার পর চা বাগানে আতঙ্ক ছড়ায়। পাঁচদিন আগে বেলাকোবা বন দফতরের তরফে খাঁচা পাতা হয়। অবশেষে মঙ্গলবার রাতে খাঁচা বন্দি হয় চিতাবাঘটি।
খবর পেয়ে বেলাকোবা রেঞ্জের বনকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে চিতাবাঘটিকে নিরাপদে উদ্ধার করে নিয়ে যায়। চিতাবাঘ ধরা পড়ায় স্বস্তিতে এলাকাবাসীরা।
হিন্দুস্থান সমাচার / সোনালি