এনকিউএএস সার্টিফিকেশনে দেশের শীর্ষ তিনটি রাজ্যের মধ্যে ত্রিপুরা
আগরতলা, ১৭ ডিসেম্বর (হি.স.) : ত্রিপুরার ৫০.৫৩ শতাংশ স্বাস্থ্য প্রতিষ্ঠান জাতীয় মান নিশ্চয়তা মানদণ্ড (এনকিউএএস) সার্টিফিকেশন অর্জন করেছে। এর ফলে নির্ধারিত সময়ের মধ্যেই লক্ষ্যমাত্রা পূরণ করে ত্রিপুরা দেশের শীর্ষ তিনটি অগ্রণী রাজ্যের মধ্যে স্থান করে ন
ত্রিপুরা সরকার


আগরতলা, ১৭ ডিসেম্বর (হি.স.) : ত্রিপুরার ৫০.৫৩ শতাংশ স্বাস্থ্য প্রতিষ্ঠান জাতীয় মান নিশ্চয়তা মানদণ্ড (এনকিউএএস) সার্টিফিকেশন অর্জন করেছে। এর ফলে নির্ধারিত সময়ের মধ্যেই লক্ষ্যমাত্রা পূরণ করে ত্রিপুরা দেশের শীর্ষ তিনটি অগ্রণী রাজ্যের মধ্যে স্থান করে নিয়েছে।

২০২৩ সালের ডিসেম্বর মাসে অনুষ্ঠিত জাতীয় সম্মেলনে সিদ্ধান্ত নেওয়া হয় যে, ডিসেম্বর ২০২৫-এর মধ্যে ৫০ শতাংশ এবং ডিসেম্বর ২০২৬- এর মধ্যে ১০০ শতাংশ সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানকে এনকিউএএস সার্টিফিকেশনের আওতায় আনতে হবে।

এই লক্ষ্য পূরণে রাজ্যের স্বাস্থ্য সচিব কিরণ গিত্যের নেতৃত্বে এবং স্বাস্থ্য দফতরের দিক নির্দেশনায় জাতীয় স্বাস্থ্য মিশন ত্রিপুরা কাজ শুরু করে এবং রাজ্য ও জেলাস্তরে গুণমান নিশ্চয়তা কমিটি গঠন করা হয়। জেলাশাসকদের সভাপতিত্বে এই কমিটিগুলি কাজ করে। রাজ্য ও জেলা কোয়ালিটি অ্যাসিওরেন্স সেলের সম্মিলিত ও নিরলস প্রচেষ্টার ফলস্বরূপ ত্রিপুরা রাজ্য এক উল্লেখযোগ্য মাইলফলক অর্জন করেছে।

এই সম্মিলিত প্রচেষ্টার ফলস্বরূপ ত্রিপুরায় মোট ৯৭১টি স্বাস্থ্য প্রতিষ্ঠানের মধ্যে ৪৯১টি প্রতিষ্ঠান এনকিউএএস সার্টিফিকেশন অর্জন করেছে, যা শতকরা ৫০.৫৩ শতাংশ। নির্ধারিত সময়ের মধ্যেই লক্ষ্যমাত্রা পূরণ করে ত্রিপুরা দেশের শীর্ষ তিনটি রাজ্যের মধ্যে স্থান করে নিয়েছে। দমন ও দিউ এবং অন্ধ্রপ্রদেশের সঙ্গে একত্রে ত্রিপুরা নির্ধারিত সময়ের মধ্যেই ৫০ শতাংশ স্বাস্থ্য প্রতিষ্ঠানকে এনকিউএএস সার্টিফিকেশনের আওতায় আনতে সক্ষম হয়েছে। এই সাফল্য ২ ডিসেম্বর ২০২৫ তারিখে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।

উল্লেখ্য জাতীয় মান নিশ্চয়তা মানদণ্ড (এনকিউএএস) হলো ভারত সরকারের একটি স্বীকৃতি ব্যবস্থা, যার মাধ্যমে সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের পরিষেবার গুণগত মান মূল্যায়ন করা হয়। এই মূল্যায়নে হাসপাতালের পরিষেবা, পরিকাঠামো, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের দক্ষতা ওষুধের প্রাপ্যতা, নথি সংরক্ষণ এবং রোগীদের সন্তুষ্টি যাচাই করা হয়।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande