ত্রিপুরার চা শিল্পের প্রচারে আগরতলায় ‘রান ফর টি’ দৌড় প্রতিযোগিতা ও র‍্যালি
আগরতলা, ১৭ ডিসেম্বর (হি.স.) : ত্রিপুরার ঐতিহ্যবাহী চা শিল্পের প্রচার ও প্রসারের লক্ষ্যে বুধবার রাজধানী আগরতলায় ‘রান ফর টি’ শীর্ষক দৌড় প্রতিযোগিতা ও র‍্যালির আয়োজন করা হয়। বীরচন্দ্র সেন্ট্রাল লাইব্রেরির টি কর্ণারে আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধন করেন শ
রান ফর টি আগরতলায়


আগরতলা, ১৭ ডিসেম্বর (হি.স.) : ত্রিপুরার ঐতিহ্যবাহী চা শিল্পের প্রচার ও প্রসারের লক্ষ্যে বুধবার রাজধানী আগরতলায় ‘রান ফর টি’ শীর্ষক দৌড় প্রতিযোগিতা ও র‍্যালির আয়োজন করা হয়। বীরচন্দ্র সেন্ট্রাল লাইব্রেরির টি কর্ণারে আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধন করেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী সান্ত্বনা চাকমা। ত্রিপুরা চা শিল্প উন্নয়ন নিগম লিমিটেডের উদ্যোগে এবং টি বোর্ড অব ইন্ডিয়ার সহযোগিতায় এই কর্মসূচির আয়োজন করা হয়।

উদ্বোধনী ভাষণে শিল্পমন্ত্রী বলেন, ত্রিপুরার উৎপাদিত চা দেশজুড়ে জনপ্রিয় করে তুলতে রাজ্য সরকার বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। ২০১৮ সাল থেকে চা শিল্পের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কাজ চলছে। তিনি জানান, আগে চা শ্রমিকদের দৈনিক মজুরি ছিল ১০৫ টাকা, বর্তমানে তা বৃদ্ধি পেয়ে ২০৪ টাকা হয়েছে। এছাড়াও মুখ্যমন্ত্রী চা শ্রমিক উন্নয়ন প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যে প্রায় ৪ হাজার চা শ্রমিক পরিবারকে ২ গণ্ডা করে জমি প্রদান করা হয়েছে এবং বাকি পরিবারগুলির জন্য প্রক্রিয়া চলমান রয়েছে।

মন্ত্রী আরও বলেন, কেন্দ্র ও রাজ্য সরকার আত্মনির্ভর ভারত গঠনে দেশীয় পণ্যের উৎপাদন ও ব্যবহারে গুরুত্ব দিচ্ছে। ‘ভোকাল ফর লোকাল’ নীতিকে বাস্তবায়িত করতে সকলকে এগিয়ে আসতে হবে। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে কাজ করলেই নতুন ত্রিপুরা গড়া সম্ভব বলে তিনি উল্লেখ করেন। পাশাপাশি আত্মনির্ভর ত্রিপুরা গঠনে নেশামুক্ত সমাজ গঠনের আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে সম্মানীয় অতিথির বক্তব্যে যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী টিংকু রায় বলেন, ত্রিপুরার চা স্বাদ ও গুণমানে দেশের অন্যান্য রাজ্যের চা-এর সঙ্গে সমানতালে প্রতিযোগিতা করতে সক্ষম। আগামী বছরে রাজ্যে চা নিলাম কেন্দ্র স্থাপনের পরিকল্পনার কথাও তিনি জানান। বর্তমানে রাজ্যের রেশনশপ ও বিভিন্ন বিপণি কেন্দ্রে ত্রিপুরার চা পাওয়া যাচ্ছে এবং আধুনিক প্যাকেজিংয়ের মাধ্যমে জাতীয় বাজারে বিপণনের উদ্যোগ নেওয়া হয়েছে।

এছাড়াও বক্তব্য রাখেন টি বোর্ড অব ইন্ডিয়ার উপ-অধিকর্তা রমেশ লাল বৈশ্য। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ত্রিপুরা চা শিল্প উন্নয়ন নিগম লিমিটেডের চেয়ারম্যান সমীর রঞ্জন ঘোষ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল, পশ্চিম জেলার অতিরিক্ত জেলাশাসক অরূপ দেব, শিল্প ও বাণিজ্য দফতরের অধিকর্তা ডঃ দীপক কুমার, অলিম্পিয়ান পদ্মশ্রী দীপা কর্মকার, ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রতন সাহা, অর্জুন পুরস্কারপ্রাপ্ত মন্টু দেবনাথ, ত্রিপুরা রেড ক্রস সোসাইটির চেয়ারম্যান বি কে রায় সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

এদিকে, উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা সবুজ পতাকা নেড়ে পুরুষ ও মহিলা বিভাগে ৩ কিলোমিটার দৌড় প্রতিযোগিতার সূচনা করেন। এই দৌড় প্রতিযোগিতা আগরতলা শহরের প্রধান প্রধান সড়ক পরিক্রমা করে টি কর্ণারে এসে শেষ হয়। প্রতিযোগিতায় খেলোয়াড়, ছাত্রছাত্রী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande