
পাথারকান্দি (অসম), ১৮ ডিসেম্বর (হি.স.) : শ্রীভূমি জেলার অন্তৰ্গত পাথারকান্দি থানাধীন আসিমগঞ্জ বাইপাসে তিন-তিনটি গাড়ির সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার সকাল প্ৰায় আটটা নাগাদ পাথারকান্দি থানাধীন আসিমগঞ্জ এলাকার নিউ আসিমগঞ্জ বাইপাসের পাশে তিনটি গাড়ি যথাক্ৰমে বলেরো, স্করপিও এবং ডাম্পারের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় আহত হয়েছেন ভারতমালা প্রকল্পের পাঁচ কর্মী।
ঘটনা সম্পর্কে ছাত্রনেতা তথা জিপিএফ-এর সভাপতি বদরুল হক জানান, দুর্ঘটনার খবর পেয়ে পাথারকান্দি থানা থেকে পুলিশের দল গিয়ে তদন্ত শুরু করেছে। পাশাপাশি আহতদের উদ্ধার করে প্রথমে শ্রীভূমি সিভিল হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাঁদের শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি জানান, বেপরোয়াভাবে গাড়ি চালানোর দরুন ঘটনাটি ঘটেছে। পুলিশ দুর্ঘটনাগ্রস্ত তিনটি গাড়ি নিজেদের হেফাজতে নিয়েছে।
হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস