
আজমের, ১৮ ডিসেম্বর (হি.স.): রাজস্থানের আজমেরে ভয়াবহ আগুন লাগল একটি জুতোর কারখানায়। বুধবার রাতে আজমেরের কিষাণগড়ের ভাট মহল্লায় অবস্থিত একটি তিনতলা ভবনে জুতোর গুদামে ভয়াবহ আগুন লাগে। দমকলকর্মীরা কয়েক ঘন্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
দমকল আধিকারিক রাম প্রসাদ চৌধুরী বলেন, “প্রাথমিকভাবে আগুনের কারণ শর্ট সার্কিট বলে মনে হচ্ছে। এক তলা থেকে এটি ভবনের বাকি অংশে ছড়িয়ে পড়ে। এখন আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এসডিএম বিষয়টি পর্যবেক্ষণ করছেন। প্রায় ১৩টি দমকলের গাড়ি মোতায়েন করা হয়েছে। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে। এই অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ