আপডেট...ঘুষের ৩০ হাজার টাকা নিতে গিয়ে দুর্নীতি দমনের হাতে গ্রেফতার অসমের বিডিও
ধুবড়ি (অসম), ১৮ ডিসেম্বর (হি.স.) : ঘুষের ৩০ হাজার টাকা নিতে গিয়ে মুখ্যমন্ত্রীর দুর্নীতি নিবারণ (ডিরেক্টরেট অব ভিজিল্যান্স অ্যান্ড অ্যন্টি-করাপশন) অধিকরণের অভিযানকারী এক দলের হাতে ধরা পড়েছেন গোয়ালপাড়া জেলার অন্তর্গত গোলকগঞ্জের ব্লক ডেভেলপমেন্ট অফ
গ্রেফতার বিডিও রতনকুমার সাহা (ফাইল ফটো)


ধুবড়ি (অসম), ১৮ ডিসেম্বর (হি.স.) : ঘুষের ৩০ হাজার টাকা নিতে গিয়ে মুখ্যমন্ত্রীর দুর্নীতি নিবারণ (ডিরেক্টরেট অব ভিজিল্যান্স অ্যান্ড অ্যন্টি-করাপশন) অধিকরণের অভিযানকারী এক দলের হাতে ধরা পড়েছেন গোয়ালপাড়া জেলার অন্তর্গত গোলকগঞ্জের ব্লক ডেভেলপমেন্ট অফিসার (বিডিও) রতনকুমার সাহা।

সরকারি বিল ছাড়ার বিনিময়ে মোটা অঙ্কের টাকা দাবি করার দায়ে আজ বৃহস্পতিবার নিজের দফতর থেকে হাতেনাতে ধরেছেন দুর্নীতি দমনের আধিকারিকরা। রতন সাহার বিরুদ্ধে অভিযোগ, আট (৮) লক্ষ টাকার একটি বিল ছাড়ার জন্য জনৈক ব্যক্তির কাছে ১৪ শতাংশ হারে টাকা দাবি করেছিলেন বিডিও সাহা। আজ ঘুষের ৩০ হাজার টাকা গ্রহণের সময় তাঁকে ধরা হয়েছে।

ভিজিল্যান্স সূত্রে জানা গেছে, গোলকগঞ্জ ডেভেলপমেন্ট ব্লকের অন্তর্গত বাহাকাটিতে অমৃত সরোবরের চতুর্পার্শ্বে বেড়া নিৰ্মাণ বাবদ আট (৮) লক্ষ টাকার একটি বিল ছাড়ার বিনিময়ে ঠিকাদার সংস্থা দেবত্তর এন্টারপ্ৰাইজ-এর স্বত্বাধিকারীর কাছে বিডিও রতন সাহা দাবি করেছিলেন ১৪ শতাংশ হারে টাকা। আনেক অনুনয় করে সংশ্লিষ্ট ঠিকাদার সাত (৭) শতাংশ হারে টাকা দেবেন বলে প্রতিশ্রুতি দেন।

অভিযোগকারী ঠিকাদার ‘ঘুষ দিতে অনিচ্ছুক’ হওয়ায় বিডিও রতনকুমার সাহার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছিলেন ডিরেক্টরেট অব ভিজিল্যান্স অ্যান্ড অ্যন্টি-করাপশন অধিকরণে।

তাঁর অভিযোগের ভিত্তিতে আজ গোলকগঞ্জে বিডিওর দফতরে ফাঁদ পাতা হয়। অভিযোগকারী ঠিকাদার বিডিও রতন সাহাকে তাঁর অফিস চেম্বারে ৩০ হাজার টাকা যখন দিচ্ছিলেন তখনই তাঁকে হাতেনাতে পাকড়াও করা হয়। গোটা ঘটনা নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে পরিচালিত হয়েছে, জানান ভিজিল্যান্স আধিকারিক।

তিনি জানান, প্রামাণিক তথ্য এবং জিজ্ঞাসাবাদের ভিত্তিতে আসাম ভিজিল্যান্স অ্যান্ড অ্যান্টি-করাপশন অধিকরণ অ্যান্টি-করাপশন ব্যুরো (এসিবি) থানার পুলিশ অভিযুক্ত বিডিও রতনকুমার সাহাকে গ্রেফতার করেছে। তাঁর বিরুদ্ধে দুর্নীতি দমন আইন, ১৯৮৮ (২০১৮ সালে সংশোধিত)-এর ধারা ৭(খ)-এর অধীনে অ্যান্টি-করাপশন ব্যুরো থানায় ৬৭/২০২৫ নম্বরে মামলা রুজু করে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে, জানান ভিজিল্যান্স আধিকারিক।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande