
কলকাতা, ১৮ ডিসেম্বর (হি.স.): চলন্ত বাস থেকে নামতে গিয়ে সেটিরই চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক যাত্রীর। মৃতের নাম করণ সিং। তাঁর বাড়ি হাওড়ার সালকিয়ায়। বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ ঘটনাটি ঘটে হেয়ার স্ট্রিট থানা এলাকার ডালহৌসি চার্চের সামনে। অভিযোগ, ওই তরুণ বাসের পাদানিতে দাঁড়িয়ে মোবাইলে কথা বলছিলেন। কথা বলতে বলতেই নামার সময় বাসের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় ওই যাত্রীর| বাস এবং চালককে আটক করেছে পুলিশ। খবর দেওয়া হয়েছে ওই যুবকের বাড়িতে।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ