নকশালবাড়ির চা বাগানে ড্রেন নির্মাণের কাজ শুরু
শিলিগুড়ি, ১৮ ডিসেম্বর (হি.স.) : নকশালবাড়ির মারাপুর চা বাগানে দীর্ঘদিন ধরে নিকাশি ব্যবস্থা না থাকায় রাস্তার উপর দিয়ে নোংরা জল প্রবাহিত হচ্ছিল। এর ফলে পুরো চা বাগান জুড়ে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছিল, রোগের ঝুঁকিও বেড়েছে। চা শ্রমিকরা গত আগস্টে এই
নকশালবাড়ির চা বাগানে ড্রেন নির্মাণের কাজ শুরু


শিলিগুড়ি, ১৮ ডিসেম্বর (হি.স.) : নকশালবাড়ির মারাপুর চা বাগানে দীর্ঘদিন ধরে নিকাশি ব্যবস্থা না থাকায় রাস্তার উপর দিয়ে নোংরা জল প্রবাহিত হচ্ছিল। এর ফলে পুরো চা বাগান জুড়ে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছিল, রোগের ঝুঁকিও বেড়েছে।

চা শ্রমিকরা গত আগস্টে এই সমস্যা নিয়ে আমার পাড়া, আমার সমাধান ক্যাম্পে আবেদন করেছিলেন। আবেদনের পর, বৃহস্পতিবার প্রশাসনের উদ্যোগে ড্রেন নির্মাণের কাজ শুরু হয়েছে।

ড্রেন নির্মাণ শুরু হওয়ায় চা শ্রমিকরা খুব খুশি। তাঁরা বিশ্বাস করেন যে ড্রেন নির্মাণের ফলে এলাকার অবস্থার উন্নতি হবে এবং চা বাগানে রোগের প্রকোপ কমবে।

পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান বলেন, এই কাজ সম্পন্ন হলে চা শ্রমিকদের অনেক স্বস্তি হবে এবং পুরো এলাকার স্যানিটেশন ব্যবস্থা উন্নত হবে। ড্রেন নির্মাণের কাজ এই মাসের মধ্যেই সম্পন্ন হবে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande