জেলা পরিষদের সদস্যপদ ছাড়লেন হুমায়ুন কবীর-ঘনিষ্ঠ নেত্রী
কলকাতা, ১৮ ডিসেম্বর (হি. স. ) : তৃণমূলের জেলা পরিষদকে ‘চোর’ আখ্যা দিয়ে পদ ছাড়লেন স্থানীয় নেত্রী শাহনাজ বেগম। মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য ছিলেন তিনি। বৃহস্পতিবার পদ ছাড়ার কথা সমাজমাধ্যমে ঘোষণা করেছেন। স্থানীয় সূত্রে খবর, শাহনাজ ভরতপুরের বিধায়
জেলা পরিষদের সদস্যপদ ছাড়লেন হুমায়ুন কবীর-ঘনিষ্ঠ নেত্রী


কলকাতা, ১৮ ডিসেম্বর (হি. স. ) : তৃণমূলের জেলা পরিষদকে ‘চোর’ আখ্যা দিয়ে পদ ছাড়লেন স্থানীয় নেত্রী শাহনাজ বেগম। মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য ছিলেন তিনি। বৃহস্পতিবার পদ ছাড়ার কথা সমাজমাধ্যমে ঘোষণা করেছেন।

স্থানীয় সূত্রে খবর, শাহনাজ ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরের ঘনিষ্ঠ। হুমায়ুন যে নতুন দল গঠনের কথা জানিয়েছেন, সেই দলে তিনিও যোগ দিতে পারেন। তবে আনুষ্ঠানিক ভাবে সে সব কিছু জানাননি শাহনাজ। তিনি কেবল দুর্নীতির অভিযোগ তুলে জেলা পরিষদের সদস্যপদ ছেড়েছেন। সাংবাদিকদের বলেন, “কমিশনারের কাছে মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্যপদ থেকে আমার ইস্তফাপত্র পাঠিয়েছি।’’

জেলার মানুষের উদ্দেশে শাহনাজের বক্তব্য, ‘‘সোমপাড়া-১, সোমপাড়া-২, রামপাড়া-১ এবং রামনগর বাছড়ার মানুষ ২০১৩ সাল থেকে একই আসনে পরপর তিন বার আমাকে নির্বাচিত করেছেন। এলাকার উন্নয়নের স্বার্থে দলমত, জাতি-বর্ণ-ধর্ম নির্বিশেষে অভিভাবক হয়ে আমাকে আশীর্বাদ করেছেন। আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা, ভালবাসা ও শ্রদ্ধা চিরদিন থাকবে। কিন্তু আপনাদের দেওয়া পদের মেয়াদ পূর্ণ হওয়ার আগেই আমি পদত্যাগ করতে বাধ্য হলাম।’’

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande