
নয়াদিল্লি, ১৮ ডিসেম্বর (হি.স.): তথ্য ও সম্প্রচার মন্ত্রকের একটি কেন্দ্রীয় প্রকল্প হ’ল – উন্নয়ন যোগাযোগ ও তথ্য প্রচার – ডিসিআইডি। এটি বিভিন্ন সরকারি কর্মসূচি/প্রকল্প/উদ্যোগের খবরাখবর নাগরিকদের কাছে পৌঁছে দিতে সাহায্য করে।
এই প্রকল্পে বিশেষ করে গ্রামীণ, প্রত্যন্ত, জনজাতি অধ্যুষিত ও শহুরে জনগোষ্ঠীর কাছে পৌঁছনোর উপর জোর দেওয়া হয়েছে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রক তার মিডিয়া শাখা – সেন্ট্রাল ব্যুরো অফ কম্যুনিকেশন (সিবিসি), প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি) এবং নিউ মিডিয়া উইং (এনএমডলিউ) – এর মাধ্যমে এই প্রকল্পের বাস্তবায়ন ঘটায়।
সিবিসি স্বচ্ছ ভারত মিশন, প্রধান আবাস যোজনা – গ্রামীণ ও শহর, জল জীবন মিশন, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির মতো বিভিন্ন কেন্দ্রীয় সরকারি প্রকল্প সম্পর্কে মাল্টিমিডিয়া প্রচার চালায়।
এই প্রকল্পের আওতায় কর্মসূচি-ভিত্তিক ব্যয়ের বিশদ বিবরণ সিবিসি’র ওয়েবসাইট www.davp.nic.in – এ পাওয়া যাবে।
এই প্রকল্পের কার্যকারিতা বাড়াতে চলতি অর্থ বছরে সরকার ডিজিটাল ও স্থানীয় যোগাযোগের জন্য আধুনিক এবং বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে প্রচারের কৌশল অবলম্বন করেছে।
ডিজিটাল মিডিয়ার ক্ষেত্রে যুবসমাজ এবং নির্দিষ্ট দর্শকদের কাছে পৌঁছনোর জন্য বিভিন্ন ডিজিটাল আউটরিচ প্ল্যাটফর্ম ব্যবহার করা হচ্ছে। ভারত সরকারের ডিজিটাল বিজ্ঞাপন নীতি ২০২৩ – এর সঙ্গে এটি সাযুজ্যপূর্ণ।
সেন্ট্রাল ব্যুরো অফ কম্যুনিকেশন (সিবিসি) বিভিন্ন মন্ত্রকের চাহিদা এবং সুনির্দিষ্ট দর্শকদের দিকে নজর রেখে সমস্ত মিডিয়া প্রচারের পরিকল্পনা করে।
লোকসভায় আজ এক প্রশ্নের উত্তরে একথা জানান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডঃ এল মুরুগান।
বৃহস্পতিবার এই বিষয়ে জানিয়েছে ভারত সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো|
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ