
নয়াদিল্লি, ১৮ ডিসেম্বর (হি.স.): 'মনরেগা’ প্রকল্পের নাম পরিবর্তন নিয়ে বৃহস্পতিবার সংসদ চত্বরে বিক্ষোভ দেখান কংগ্রেস, তৃণমূল কংগ্রেস-সহ বিরোধী সাংসদরা। সেখানে অংশ নেন তৃণমূল সাংসদ অসিত মাল, মিতালি বাগ, প্রকাশ চিক বরাইক। তাঁদের হাতে ছিল মহাত্মা গান্ধী এবং রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি।
উল্লেখ্য, দিল্লির সংসদ চত্বরে দাঁড়িয়ে কেন্দ্রের বিরুদ্ধে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মহাত্মা গান্ধীকে দেওয়া উপাধিও প্রকল্প থেকে মুছে ফেলার অভিযোগ তুলেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও লোকসভায় তৃণমূলের দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ