
নয়াদিল্লি, ১৮ ডিসেম্বর (হি.স.): জীবনে সৎগুণাবলীর গুরুত্বের উপর জোর দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে ধার্মিকতা, সত্য, ন্যায়বিচার, দক্ষতা এবং ভালো আচরণের মতো গুণাবলী অভ্যন্তরীণ শক্তি প্রদান করে এবং কখনও কাউকে হতাশ হতে দেয় না।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি সংস্কৃত সুভাষিতম ভাগ করে নিয়েছেন –
“ধর্মো যশো নয়ো দাক্ষম্ মনোহারি সুভাষিতম্।
হত্যেমদিগুনরত্নানাং সংগ্রহীনাবসীদতি।।”
এই সুভাষিতম-এর অর্থ যে ব্যক্তি কর্তব্যপরায়ণ, সত্যবাদী, দক্ষ এবং মনোহর আচরণের অধিকারী, তিনি কখনও দুঃখবোধ করেন না।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ