
কলকাতা, ১৮ ডিসেম্বর (হি. স. ) : বুধবার ব্যবসায়ীদের সম্মেলনে চা এবং ঘুগনি বিক্রির নিদান দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার পর দিনই পথে নামলেন স্কুল সার্ভিস কমিশনের চাকরিপ্রার্থীরা।
এসএসসি-র নিয়োগপ্রক্রিয়ায় যোগ দেওয়া নতুন চাকরিপ্রার্থীরা এই প্রথম চাকরির পরীক্ষা দিয়েছেন। আগে কখনও চাকরি করেননি। তাঁদের অভিযোগ, পুরনো ‘অযোগ্য’ প্রার্থীদের সুযোগসুবিধা পাইয়ে দেওয়া হয়েছে। তাই হকের চাকরি থেকে তাঁরা বঞ্চিত।
কমিশনের শূন্যপদ বৃদ্ধির দাবি নিয়ে মিছিল করছেন এই নতুন প্রার্থীরা। মুখ্যমন্ত্রীর বক্তব্য শোনার পর তাঁদেরই কেউ কেউ চা-চপ-মুড়ি নিয়ে মিছিলে শামিল হয়েছেন। তাঁদের কারও হাতে চপ-মুড়ির ঠোঙা, কারও হাতে চায়ের কেটলি। দাবি, তাঁরা ‘বঞ্চিত’। তাঁদের হকের চাকরি বিক্রি হয়ে গিয়েছে।
এই পরিস্থিতিতে রাজ্যের প্রশাসনিক প্রধান চা বিক্রি করতে বলায় তাঁরা নিরুপায় হয়ে পথে নেমেছেন। বিষয়টি যে ‘প্রতীকী’, তাতে কোনও সন্দেহ নেই। কিন্তু এর সঙ্গে মুখ্যমন্ত্রীর বক্তব্য জুড়ে যাওয়ায় সেটি বাড়তি গুরুত্ব পেয়ে গিয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত