ফের কুয়াশায় অদৃশ্য তাজমহল, শীতে কাঁপছে উত্তর প্রদেশ
আগ্রা, ১৮ ডিসেম্বর (হি.স.): শীতের দাপট বাড়ার পাশাপাশি কুয়াশাও বাড়ছে উত্তর প্রদেশে। বৃহস্পতিবার সকালে আবারও ঘন কুয়াশায় একেবারে অদৃশ্য হয়ে গেল তাজমহল। তাজ ভিউ পয়েন্ট অথবা খুব কাছ থেকেও স্পষ্টভাবে দেখা যাচ্ছিল না তাজমহলকে। স্থানীয়রা জানাচ্ছেন, গতকাল
ফের কুয়াশায় অদৃশ্য তাজমহল, শীতে কাঁপছে উত্তর প্রদেশ


আগ্রা, ১৮ ডিসেম্বর (হি.স.): শীতের দাপট বাড়ার পাশাপাশি কুয়াশাও বাড়ছে উত্তর প্রদেশে। বৃহস্পতিবার সকালে আবারও ঘন কুয়াশায় একেবারে অদৃশ্য হয়ে গেল তাজমহল। তাজ ভিউ পয়েন্ট অথবা খুব কাছ থেকেও স্পষ্টভাবে দেখা যাচ্ছিল না তাজমহলকে। স্থানীয়রা জানাচ্ছেন, গতকাল আমরা যখন এখানে এসেছিলাম, তখন সকাল ৭ টায় স্পষ্টভাবে দেখা যাচ্ছিল, কিন্তু বৃহস্পতিবার ঘন কুয়াশায় কিছুই দেখা যাচ্ছে না। যেহেতু এটি যমুনা নদীর তীর, তাই চারিদিক থেকে সর্বত্র কুয়াশা রয়েছে।

শুধুমাত্র আগ্রা নয়, উত্তর প্রদেশের গোরক্ষপুর, মোরাদাবাদ, প্রয়াগরাজ সর্বত্রই শীতের পাশাপাশি কুয়াশার দাপট ছিল এদিন সকালে। সকালের দিকে রাস্তাঘাট ছিল শুনশান, কিছু কিছু স্থানে ঠান্ডা থেকে রেহাই পেতে আগুনের তাপ নিতে দেখা যায় বহু মানুষকে। কুয়াশার জেরে দৃশ্যমানতা কমে যাওয়ায় বিঘ্নিত হয়েছে যানবাহন চলাচল।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande