লোকসভায় ধ্বনি ভোটে পাশ ‘ভি বি জি রাম জি’ বিল, আপত্তি বিরোধীদের
নয়াদিল্লি, ১৮ ডিসেম্বর (হি.স.) বিরোধীদের প্রবল আপত্তি সত্ত্বেও লোকসভায় পাশ হল ‘ভি বি জি রাম জি’ বিল। মঙ্গলবারই লোকসভায় পেশ করা হয় ‘বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন (গ্রামীণ) বিল, ২০২৫’ বা সংক্ষেপে ‘ভি বি জি রাম জি’ বিল। এই নিয়ে
লোকসভায় ধ্বনি ভোটে পাশ ‘ভি বি জি রাম জি’ বিল, আপত্তি বিরোধীদের


নয়াদিল্লি, ১৮ ডিসেম্বর (হি.স.) বিরোধীদের প্রবল আপত্তি সত্ত্বেও লোকসভায় পাশ হল ‘ভি বি জি রাম জি’ বিল। মঙ্গলবারই লোকসভায় পেশ করা হয় ‘বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন (গ্রামীণ) বিল, ২০২৫’ বা সংক্ষেপে ‘ভি বি জি রাম জি’ বিল। এই নিয়ে প্রবল আপত্তি তুলেছিলেন বিরোধীরা।

বৃহস্পতিবার লোকসভায় এই বিল নিয়ে জবাবি ভাষণ দেন গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান। কেন্দ্রীয় মন্ত্রীর প্রস্তাব ধ্বনি ভোটে পাশ হয়েছে। শিবরাজ চৌহান বলেন, কংগ্রেস ভারত বিভাজন মেনে নিয়ে মহাত্মা গান্ধীর আদর্শের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande