কেশিয়াড়িতে পুকুর থেকে ব্যক্তির মৃতদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য
কেশিয়াড়ি, ১৯ ডিসেম্বর ( হি. স.) : পুকুরে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল কেশিয়াড়ি ব্লকের নেগুসবনি এলাকায়। শুক্রবার সকালে সাঁতরাপুর পঞ্চায়েতের নেগুসবনি রাস্তা সংলগ্ন একটি পুকুরে এক ব্যক্তির দেহ ভাসতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন স
মৃতদেহ পুকুরে


কেশিয়াড়ি, ১৯ ডিসেম্বর ( হি. স.) : পুকুরে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল কেশিয়াড়ি ব্লকের নেগুসবনি এলাকায়। শুক্রবার সকালে সাঁতরাপুর পঞ্চায়েতের নেগুসবনি রাস্তা সংলগ্ন একটি পুকুরে এক ব্যক্তির দেহ ভাসতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। মুহূর্তের মধ্যেই ঘটনাকে ঘিরে ভিড় জমে যায় এলাকায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালবেলা পুকুরের ধারে কাজে বেরিয়ে স্থানীয় কয়েকজন প্রথম দেহটি ভাসতে দেখতে পান। বিষয়টি নজরে আসতেই তাঁরা দ্রুত কেশিয়াড়ি থানায় খবর দেন। খবর পেয়ে অল্প সময়ের মধ্যেই কেশিয়াড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশ পুকুর থেকে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করে।পুলিশ সূত্রে জানা যায়, মৃত ব্যক্তির নাম ঝাড়েশ্বর সিং। তাঁর বয়স আনুমানিক ৫৬ বছর। তিনি সাঁতরাপুর পঞ্চায়েতের সিঙ্গাই এলাকার বাসিন্দা ছিলেন। তবে কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে দেহে আঘাতের কোনও স্পষ্ট চিহ্ন মেলেনি বলে জানিয়েছে পুলিশ।এই ঘটনায় কেশিয়াড়ি থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর কারণ পরিষ্কার হবে বলে পুলিশ জানিয়েছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande