
কলকাতা, ১৯ ডিসেম্বর ( হি. স.) : বাংলায় শিল্প বলতে এখন আর কিছুই অবশিষ্ট নেই, প্রায় সব শিল্পই ভগ্নদশায় পরিণত হয়েছে—এই ভাষাতেই রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন বিজেপি নেতা অর্জুন সিং। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘চা-ঘুগনি-চপ’ মন্তব্যকে কটাক্ষ করে তিনি বলেন, রাজ্য থেকে যেভাবে মানুষ কাজের সন্ধানে বাইরে চলে যাচ্ছে, তাতে আর কিছুদিন পর পশ্চিমবঙ্গে চা, ঘুগনি বা চপ খাওয়ার লোকই থাকবে না।শুক্রবার এক সাংবাদিক বৈঠকে অর্জুন সিং দাবি করেন, একসময় বাংলায় শিল্পাঞ্চল ও কলকারখানার রমরমা ছিল। আজ সেই সব শিল্প ধুঁকছে। উদাহরণ দিয়ে তিনি বলেন, এখন হাতে গোনা একটি-দুটি জুট মিল টিকে আছে, সেখানেও সপ্তাহে সাত দিনের বদলে কখনও তিন দিন, কখনও চার দিন কাজ হচ্ছে। এর ফলে শ্রমিকদের রুজি-রোজগার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।অর্জুন সিংয়ের অভিযোগ, শিল্পের অভাবে যুবসমাজ কর্মসংস্থানের জন্য ভিনরাজ্যে পাড়ি দিতে বাধ্য হচ্ছে। এর জন্য সরাসরি রাজ্য সরকারের শিল্পনীতি ও প্রশাসনিক ব্যর্থতাকেই দায়ী করেন তিনি। তাঁর মন্তব্য, “বাংলাকে ধীরে ধীরে শেষের দিকে নিয়ে যাওয়া হচ্ছে।”বিজেপি নেতার এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই বক্তব্যের কড়া প্রতিক্রিয়া আসতে পারে বলে রাজনৈতিক পর্যবেক্ষকদের ধারণা।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়