
রামপুরহাট, ১৯ ডিসেম্বর ( হি. স.) : শুক্রবার বীরভূমের রামপুরহাটে এক অস্বাভাবিক দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। রামপুরহাট শহরের ৬ নম্বর ওয়ার্ডের মুরালি দত্ত ঠাকুরবাড়ির গলির একটি আবাসনে চারতলা থেকে লিফটের ফাঁকে পড়ে গুরুতর আহত হলেন এক বৃদ্ধা মহিলা। আহত ওই বৃদ্ধা ওই আবাসনে দুধ বিক্রি করতে গিয়েছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।প্রত্যক্ষদর্শীদের দাবি, চারতলার লিফটের দরজার সামনে দাঁড়িয়ে লিফটে উঠতে গিয়েই হঠাৎই নিচে পড়ে যান ওই বৃদ্ধা। উপর থেকে নিচে পড়ে যাওয়ার ফলে তিনি জোরালো আঘাত পান। স্থানীয়দের আশঙ্কা, তাঁর হাত ও পা ভেঙে যেতে পারে। এছাড়াও মাথা ও কোমরে গুরুতর আঘাত লেগেছে বলে জানা গিয়েছে। আহত বৃদ্ধার বাড়ি রামপুরহাটের বরশাল গ্রামে।দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যান চিকিৎসার জন্য। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।ঘটনাকে ঘিরে আবাসনের লিফট ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ, লিফটটি ওই সময়ে চারতলায় না থাকলেও দরজা খোলা ছিল। যদিও স্থানীয়দের একাংশের প্রশ্ন, লিফট চারতলায় না পৌঁছালে দরজা কীভাবে খোলা থাকে। ফলে দুর্ঘটনার প্রকৃত কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।পুরো বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। লিফটের রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা ব্যবস্থায় গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়