
আগরতলা, ১৯ ডিসেম্বর (হি.স.) : বেকার যুবক-যুবতী ও মহিলাদের স্বাবলম্বী করতে কেন্দ্র ও রাজ্য সরকার বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে। সেই উদ্যোগের অংশ হিসেবে বৃহস্পতিবার আগরতলা পুর নিগমের ৪২নং ওয়ার্ডের ১০০ জন সদ্য সেলাই প্রশিক্ষণপ্রাপ্ত মহিলার হাতে সেলাই মেশিন, শংসাপত্র ও অফার লেটার তুলে দেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী সান্ত্বনা চাকমা।
রেন্টার্স কলোনীর দক্ষিণেশ্বরী মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে তিনি বলেন, আত্মনির্ভর ত্রিপুরা গড়তে দক্ষতা উন্নয়নের বিকল্প নেই। মুখ্যমন্ত্রী দক্ষতা উন্নয়ন প্রকল্পের মাধ্যমে সেলাই সহ বিভিন্ন স্বউদ্যোগী পেশায় প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।
ত্রিপুরা ক্ষুদ্র শিল্প নিগম, দক্ষতা উন্নয়ন দফতর ও আগরতলা পুর নিগম যৌথভাবে গত ২৫ আগস্ট থেকে ৩ নভেম্বর পর্যন্ত ৪৫ দিনের এই প্রশিক্ষণের আয়োজন করে। প্রশিক্ষণপ্রাপ্তদের জন্য প্রতিটি সেলাই মেশিনে ব্যয় হয়েছে ৭ হাজার টাকা। ভবিষ্যতে মহিলারা ডিজাইনার ক্রিয়েশান কার্যালয়ে বা নিজ উদ্যোগে ব্যাংক ঋণ নিয়ে কর্মসংস্থানের সুযোগ পাবেন।
অনুষ্ঠানে ওবিসি কর্পোরেশনের চেয়ারম্যান তাপস মজুমদার দক্ষতা উন্নয়ন প্রকল্প ও বিশ্বকর্মা যোজনার সুবিধা গ্রহণের আহ্বান জানান। দক্ষতা উন্নয়ন দফতরের অধিকর্তা প্রদীপ কে জানান, প্রশিক্ষণপ্রাপ্ত প্রত্যেক মহিলাকে ২০০০ টাকা এককালীন সহায়তা দেওয়া হবে। অনুষ্ঠান শেষে অতিথিরা প্রশিক্ষণার্থীদের হাতে সেলাই মেশিন ও শংসাপত্র তুলে দেন।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ