
সাব্রুম (ত্রিপুরা), ১৯ ডিসেম্বর (হি.স.) : কৃষি ও কৃষক কল্যাণ দফতরের অর্থায়নে নির্মিত পোয়াংবাড়ি এগ্রি সাবডিভিশনের অত্যাধুনিক দ্বিতল ভবনের উদ্বোধন করলেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ। প্রায় ৩ কোটি ১২ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত এই প্রশাসনিক ভবনটি কৃষি পরিষেবা আরও গতিময় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানান কৃষিমন্ত্রী।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ ত্রিপুরা জেলার সভাধিপতি দীপক দত্ত, সাব্রুম বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক শঙ্কর রায়, সমাজসেবী দ্বীপায়ন চৌধুরী, সমষ্টি উন্নয়ন আধিকারিক দীপক দাস, ব্লক চেয়ারপার্সন মণিবালা দত্ত বৈদ্য সহ বিভিন্ন জনপ্রতিনিধি ও আধিকারিকরা।
মন্ত্রী রতনলাল নাথ বক্তব্য রাখতে গিয়ে বলেন, মহাত্মা গান্ধীর “চাল দাও নয়, চাল উৎপাদনের শিক্ষা দাও” দর্শনকে সামনে রেখেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘বিকশিত ভারত’ গঠনের লক্ষ্যে কৃষি উন্নয়নকে অগ্রাধিকার দিচ্ছে সরকার। আধুনিক প্রযুক্তি ও যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে কৃষকদের উৎপাদনশীলতা বাড়ানোই সরকারের লক্ষ্য।
অনুষ্ঠান শেষে কৃষকদের হাতে পাওয়ার উইডার, পাওয়ার টিলার, স্প্রে মেশিনসহ আধুনিক কৃষি সরঞ্জাম তুলে দেওয়া হয়।
পরে কৃষিমন্ত্রী আমলিঘাটে কৃষক বন্ধু কেন্দ্র এবং ভিলেজ নলেজ সেন্টারের উদ্বোধন করেন, যেখানে কৃষকরা প্রশিক্ষণ, পরামর্শ, সার–বীজ–ওষুধসহ প্রয়োজনীয় সামগ্রী সহজেই পাবেন। গোটা আয়োজনের দায়িত্বে ছিলেন পোয়াংবাড়ি এগ্রি সাবডিভিশনের সুপারিনটেন্ট জিতেন ত্রিপুরা।
দিনের শেষে সাব্রুমে এসে মন্ত্রী সাতচাঁদ এগ্রি সাবডিভিশন অফিসে নির্মিত ঘর ও ক্যান্টিনের উদ্বোধন করেন। পাশাপাশি সাব্রুম ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের বিজ্ঞান মেলারও সূচনা করেন। তিনি ক্ষুদে বিজ্ঞানীদের তৈরি বিভিন্ন মডেল ঘুরে দেখেন এবং তাদের উৎসাহিত করেন।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ