
ঢাকা, ২ ডিসেম্বর (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপি নেত্রী খালেদা জিয়া বেশ কিছু দিন ধরেই অত্যন্ত সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর দ্রুত আরোগ্য কামনা করে সোমবার বার্তা দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সম্ভাব্য সকল ধরণের সহায়তা প্রদানের জন্য ভারত প্রস্তুত, সেই বার্তাও দিয়েছিলেন মোদী। ভারতের প্রধানমন্ত্রীর সেই বার্তা নিয়ে কৃতজ্ঞতা জানালেন বিএনপি নেতৃত্ব।
মঙ্গলবার এক্স হ্যান্ডলে বিএনপি-র তরফে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানানো হয়েছে। বিএনপি-র তরফে লেখা হয়েছে, বিএনপি-র চেয়ারপার্সন খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে বার্তা দিয়েছেন, তার জন্য দলের তরফে তাঁর প্রতি কৃতজ্ঞতা। মোদী যে ভাবে সাহায্যের হাত বাড়ানোর বার্তা দিয়েছেন, বিএনপি নেতৃত্ব তার প্রশংসা করে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ