
কোচি, ২০ ডিসেম্বর (হি.স.): দক্ষিণ ভারতীয় সিনেমায় নক্ষত্রের পতন। প্রয়াত জনপ্রিয় মালায়লাম অভিনেতা, চিত্রনাট্যকার ও পরিচালক শ্রীনিবাসন। শনিবার সকালে ৬৯ বছর বয়সে কেরলের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। দীর্ঘ কয়েক বছর ধরেই তিনি বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। শ্রীনিবাসনের প্রয়াণে মালায়লাম চলচ্চিত্র শিল্পে শোকের ছায়া।
শুক্রবার রাতে ত্রিপুনিথুরার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। শনিবার সকালে তিনি মারা যান। কান্নুরের বাসিন্দা শ্রীনিবাসন গত বেশ কয়েক বছর ধরে কোচিতে থাকতেন। অভিনয়ের পাশাপাশি তিনি একজন পরিচালক, চিত্রনাট্যকার, ডাবিং শিল্পী এবং প্রযোজকও ছিলেন। তিনি ২০০টিরও বেশি ছবিতে অভিনয় করেছিলেন, ১৯৭৬ সালে 'মণিমুঝাক্কম' দিয়ে আত্মপ্রকাশ করেছিলেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ