
কলকাতা, ২০ ডিসেম্বর (হি.স.): ঘন কুয়াশার জেরে নদিয়ার তাহেরপুরে নামতে পারল না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হেলিকপ্টার। প্রধানমন্ত্রী মোদীকে নিয়ে দমদম বিমানবন্দরে ফিরে আসে কপ্টার। সেখানেই অডিও বার্তা দেন প্রধানমন্ত্রী।
শনিবার সকাল ১০ নাগাদ কলকাতা বিমানবন্দের এসে পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ দিন নদিয়ার তাহেরপুরে একাধিক প্রশাসনিক সভা এবং জনসভা করার কথা ছিল প্রধানমন্ত্রীর। এ ছাড়াও উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করার কথা ছিল। কিন্তু, ব্যাঘাত ঘটালো কুয়াশা। ফলে দমদম বিমানবন্দরে ফিরে আসেন প্রধানমন্ত্রী।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ