হাওড়া বিভাগে সেতু রক্ষণাবেক্ষণের জন্য ট্রেনের নিয়ন্ত্রণ
কলকাতা, ২০ ডিসেম্বর (হি স)। মল্লারপুর ও তারাপীঠ রোড এবং নলহাটি ও স্বাধীনপুর স্টেশনের মধ্যে সেতু রক্ষণাবেক্ষণের জন্য ওই অংশে সাময়িকভাবে ট্রেন চলাচল ব্যাহত হবে। পূর্ব রেলের তরফে ২১.১২.২০২৫ তারিখে ট্র্যাফিক ও পাওয়ার ব্লকের জন্য ট্রেনের নিম্নলিখিত সূ
হাওড়া বিভাগে সেতু রক্ষণাবেক্ষণের জন্য ট্রেনের নিয়ন্ত্রণ


কলকাতা, ২০ ডিসেম্বর (হি স)। মল্লারপুর ও তারাপীঠ রোড এবং নলহাটি ও স্বাধীনপুর স্টেশনের মধ্যে সেতু রক্ষণাবেক্ষণের জন্য ওই অংশে সাময়িকভাবে ট্রেন চলাচল ব্যাহত হবে।

পূর্ব রেলের তরফে ২১.১২.২০২৫ তারিখে ট্র্যাফিক ও পাওয়ার ব্লকের জন্য ট্রেনের নিম্নলিখিত সূচী অনুসরণ করা হবে। ২১.১২.২০২৫ তারিখে মেমু/যাত্রীবাহী ট্রেন বাতিল: রামপুরহাট থেকে: ৬৩৫৮৪, ৬৩০২৬।

• বর্ধমান থেকে: ৬৩৫৮১, ৬৩০৬৩।

• তিনপাহাড় থেকে: ৬৩০৬৪।

২১.১২.২০২৫ তারিখে ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত হবে: • ৬৩০০৭ কাটোয়া – রামপুরহাট মেমু আজিমগঞ্জ অবধি চলবে

• ১৩১৮৭ শিয়ালদহ – রামপুরহাট মা তারা এক্সপ্রেস রামপুরহাটের বদলে সাঁইথিয়া যাবে। • ১৩১৮৮ রামপুরহাট – শিয়ালদা মা তারা এক্সপ্রেস রামপুরহাটের বদলে সাঁইথিয়া থেকে সংক্ষিপ্ত যাত্রা শুরু করবে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande