
কলকাতা, ২০ ডিসেম্বর (হি. স.) : অসহায় শিশুদের সুরক্ষার জন্য দ্রুত এবং সহানুভূতিশীল পদক্ষেপ হিসেবে, পূর্ব রেলওয়ের রেলওয়ে সুরক্ষা বাহিনী (আরপিএফ) বৃহস্পতিবার ‘অপারেশন নানহে ফারিস্তি’-তে অধীনে চার নাবালক ছেলেকে সফলভাবে উদ্ধার করেছে।
হাওড়া, শিয়ালদহ এবং আসানসোল ডিভিশনের আরপিএফ কর্মীরা বিভিন্ন স্টেশনে সমন্বিত উদ্ধার অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালীন, হাওড়া এবং ডানকুনি স্টেশনে দুটি নাবালক ছেলেকে লক্ষ্যহীনভাবে চলাচল করতে দেখা যায়। জানা গেছে, ওদের
একজন ভুল করে ট্রেন নম্বর ১৩১৫২ ডাউন (কলকাতা এক্সপ্রেস) এ উঠে কলকাতা রেলওয়ে স্টেশনে পৌঁছে গিয়েছিল। অন্যদিকে পারিবারিক কলহের কারণে অন্য একজন নাবালক বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল।
উদ্ধার হওয়া চার নাবালককে নিরাপদে আরও যত্ন, পরামর্শ এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার জন্য নিয়ম অনুসারে সংশ্লিষ্ট ‘চাইল্ডলাইন’ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
এ খবর জানিয়ে রেলের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পূর্ব রেল ও আরপিএফ
রেলওয়ে প্রাঙ্গণ এবং ট্রেনে তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য শিশু কল্যাণ সংস্থাগুলির সাথে ঘনিষ্ঠ সমন্বয়ে দুর্দশাগ্রস্ত শিশুদের সুরক্ষা, উদ্ধার এবং পুনর্বাসনের লক্ষ্যে অবিচল রয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত