রতলামে চলন্ত ট্রেনেই কন্যাসন্তানের জন্ম
রতলাম, ২১ ডিসেম্বর (হি.স.) : মধ্যপ্রদেশের রতলাম রেলস্টেশনে শনিবার রাতে এক ব্যতিক্রমী ও মানবিক ঘটনার সাক্ষী থাকল রেল প্রশাসন ও যাত্রীরা। বান্দ্রা–গাজীপুর সিটি এক্সপ্রেস (ট্রেন নম্বর ২০৯৪১)-এ সফররত এক আসন্নপ্রসবা যাত্রীর হঠাৎ প্রসব যন্ত্রণা শুরু হলে
রতলামে চলন্ত ট্রেনেই কন্যাসন্তানের জন্ম, রেলকর্মী ও যাত্রীদের তৎপরতায় রক্ষা মা ও নবজাতক


রতলাম, ২১ ডিসেম্বর (হি.স.) : মধ্যপ্রদেশের রতলাম রেলস্টেশনে শনিবার রাতে এক ব্যতিক্রমী ও মানবিক ঘটনার সাক্ষী থাকল রেল প্রশাসন ও যাত্রীরা। বান্দ্রা–গাজীপুর সিটি এক্সপ্রেস (ট্রেন নম্বর ২০৯৪১)-এ সফররত এক আসন্নপ্রসবা যাত্রীর হঠাৎ প্রসব যন্ত্রণা শুরু হলে রেলকর্মী ও সহযাত্রীদের তৎপরতায় ট্রেনের মধ্যেই নিরাপদে কন্যাসন্তানের জন্ম হয়।

রবিবার রেল পুলিশ সূত্রে জানা গেছে, উত্তর প্রদেশের গাজীপুর জেলার তাদিঘাট এলাকার বাসিন্দা ১৯ বছর বয়সি কিরণ তাঁর স্বামী দীপরামের সঙ্গে গুজরাটের ভাপি থেকে গাজীপুরে ফিরছিলেন। ট্রেনটি রতলাম স্টেশনে পৌঁছানোর কিছু আগে কিরণের শারীরিক প্রসব যন্ত্রণা শুরু হয়। বিষয়টি নজরে আসতেই যাত্রীরা রেলকর্মীদের অবহিত করেন।

খবর পেয়ে ডিউটিতে থাকা মহিলা হেড কনস্টেবল শিবানী দ্রুত অন্যান্য মহিলা যাত্রীদের সহযোগিতায় ট্রেনের মধ্যেই নিরাপদে প্রসব সম্পন্ন করান। এ সময় রেল পুলিশ, স্টেশন মাস্টার ও অন্যান্য রেলকর্মীরাও সমন্বয় রেখে পরিস্থিতি সামাল দেন।

প্রসবের কারণে ট্রেনটি প্রায় ৩১ মিনিট রতলাম স্টেশনে দাঁড়িয়ে থাকে। পরে মা ও নবজাতক কন্যাকে রেলওয়ের অ্যাম্বুল্যান্সে করে রতলামের এমসিএইচ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে সূত্রে জানা গিয়েছে, মা ও শিশু উভয়েই সম্পূর্ণ সুস্থ রয়েছেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande