ভগবানপুরে লগ্নজিতাকে হেনস্তার অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত
কলকাতা, ২১ ডিসেম্বর (হি. স.) : সংগীতশিল্পী লগ্নজিতা চক্রবর্তীকে হেনস্তার ঘটনায় অভিযুক্ত মেহবুব মল্লিক (৪৭)-কে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার তাঁকে আদালতে তোলা হবে। জানা গেছে, শনিবার পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের সাউথ পয়েন্ট পাবলিক স্কুলে অনুষ্ঠান ক
ভগবানপুরে লগ্নজিতাকে হেনস্তার অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত


কলকাতা, ২১ ডিসেম্বর (হি. স.) : সংগীতশিল্পী লগ্নজিতা চক্রবর্তীকে হেনস্তার ঘটনায় অভিযুক্ত মেহবুব মল্লিক (৪৭)-কে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার তাঁকে আদালতে তোলা হবে।

জানা গেছে, শনিবার পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের সাউথ পয়েন্ট পাবলিক স্কুলে অনুষ্ঠান করতে গিয়েছিলেন লগ্নজিতা। তাঁর কথায়, ‘সন্ধ্যা ৭টায় অনুষ্ঠান শুরু হয়। ৭টা থেকে ৭টা ৪৫ পর্যন্ত নির্বিঘ্নে অনুষ্ঠান চলে। প্রথম তিনটে গানের পর সুষ্ঠু ভাবে আমাকে সংবর্ধনাও দেওয়া হয়। অষ্টম গানে যাওয়ার আগে দর্শকদের সঙ্গে কথা বলছিলাম। তখনই ঘটনাটি ঘটে।’ অভিযোগ, শিল্পীকে বলা হয়, ‘অনেক জাগো মা হয়েছে, এবার একটু সেকু গান গা।’ লগ্নজিতা বলছেন, ‘১১ বছরের শিল্পী জীবনে সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা। তুই-তোকারি করে কথা বলেছিলেন মেহবুব মল্লিক।’ এনিয়ে তৃণমূলকে বিঁধেছেন বিজেপির শঙ্কুদেব পন্ডা। বিজেপির প্রশ্ন, ‘জেহাদিরা ঠিক করবে কে কী গান গাইবে?’ লগ্নজিতা জানিয়েছেন, মেহবুব মল্লিক দর্শকাসন থেকে সোজা উঠে আসেন মঞ্চে। গায়িকাকে মারধর করতে যান ওই ব্যক্তি। তবে উপস্থিত অন্যরা তাঁকে ধরে ফেলেন।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande