
ভাদোহি, ২১ ডিসেম্বর(হি.স.) : উত্তর প্রদেশের ভদোহি জেলায় এক আন্তঃরাজ্য সংগঠিত সাইবার প্রতারণা চক্রের পর্দাফাঁস করেছে পুলিশ। এই ঘটনায় ছয় জন সাইবার প্রতারককে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে ৫০ লক্ষ টাকারও বেশি আর্থিক প্রতারণার অভিযোগ রয়েছে।
রবিবার পুলিশ সূত্রে জানা গেছে, ধৌরাহরা থানা থেকে সুরিয়াওয়ান দিকে নির্মীয়মান জাতীয় সড়কের একটি কালভার্ট সংলগ্ন এলাকা থেকে অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেফতার করা হয়। ধৃতদের ব্যাংক অ্যাকাউন্টে প্রায় ১ লক্ষ ৫০ হাজার টাকা ‘হোল্ড’ করা হয়েছে। তদন্তে মোট ১৬টি ভুয়ো ব্যাংক অ্যাকাউন্টের সন্ধান মিলেছে, যেগুলির বিরুদ্ধে ন্যাশনাল সাইবার রিপোর্টিং প্ল্যাটফর্ম (এনসিআরপি)-এ বিভিন্ন রাজ্য থেকে ৩২টি অভিযোগ নথিভুক্ত রয়েছে।
এক পুলিশ আধিকারিক জানিয়েছে, এই সাইবার প্রতারণা চক্রের সঙ্গে বিহার রাজ্যের সংযোগ রয়েছে। অভিযুক্তদের হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে বিপুল পরিমাণ প্রতারণা সংক্রান্ত তথ্য উদ্ধার হয়েছে। এর মধ্যে ব্যাংক সংক্রান্ত নথি, পাসবুক, এটিএম কার্ড, ফু কার্ড, প্যান কার্ড, পেমেন্ট কিউআর কোড, নেট ব্যাঙ্কিং আইডি-পাসওয়ার্ড এবং এপিকে ফাইল পাওয়া গেছে।
উল্লেখ্য, সাইবার ক্রাইম থানা ভদোহিতে দায়ের একটি অভিযোগের ভিত্তিতে এই চক্রের সন্ধান মেলে। অভিযোগকারী অরুণ কুমারের ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাকাউন্ট থেকে গত ২০ নভেম্বর প্রতারণার মাধ্যমে ৫০ হাজার টাকা অন্য একটি অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়। তদন্তে নেমেই এই বৃহৎ প্রতারণা চক্রের তথ্য উঠে আসে।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, অভিযুক্তরা সাধারণ মানুষকে অর্থের লোভ দেখিয়ে ব্যাংক অ্যাকাউন্ট খোলানো, সিম কার্ড ও এটিএম সংগ্রহ করত। এরপর আধার ও প্যান কার্ডের তথ্য ব্যবহার করে এপিকে ফাইলের মাধ্যমে মোবাইল হ্যাক করে অজ্ঞাতসারে টাকা স্থানান্তর করা হতো। পরে এটিএমের মাধ্যমে টাকা তুলে নিজেদের মধ্যে ভাগ করে নেওয়া হত।
এই চক্রের মূল অভিযুক্ত তথা মাস্টারমাইন্ড হিসেবে বিহারের বাসিন্দা সূরজ কুমারের নাম উঠে এসেছে। তার সঙ্গে সানি কুমার ও সুনীল মণ্ডল (বিহার), বিশাল যাদব (জৌনপুর), পবন কুমার যাদব এবং পবন কুমার সরোজ (ভদোহি)–সহ মোট ছয় জনকে গ্রেফতার করে জেল হেফাজতে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, এই চক্রের সঙ্গে যুক্ত আরও চার জন অভিযুক্ত—মনীষ যাদব, বিশাল কুমার যাদব এবং সিন্টু ও নীরজ (পরিচয় অজ্ঞাত) বর্তমানে পলাতক। তাদের খোঁজে তল্লাশি চলছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য